Madhyamik Student Suicide: ‘সারা জীবন তো অফলাইনেই পরীক্ষা দিল, এবার যে কীসের ভয় এত?’ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত গ্রাম

Madhyamik Student Suicide: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। তার আগের দিনই ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিশালের দেহ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার সকালেও টিফিন খায় বিশাল।

Madhyamik Student Suicide: 'সারা জীবন তো অফলাইনেই পরীক্ষা দিল, এবার যে কীসের ভয় এত?' মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত গ্রাম
বর্ধমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 3:59 PM

বর্ধমান: রাত পোহালেই মাধ্য়মিক পরীক্ষা। অফলাইনে পরীক্ষার ভয় মনে বাসা বেঁধেছিল। জীবনের প্রথম বড় পরীক্ষার আগের দিনই উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। অফলাইন পরীক্ষার ভয়েই গলায় ফাঁস লাগিয়ে সে আত্মঘাতী হয়েছে বলে খবর। ছাত্রের নাম বিশাল চৌধুরী (১৬)। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কাটোয়ার দু’নম্বর ব্লকের আউরিয়া গ্রামে। বিশাল আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশাল গত দুবছর ধরে অনলাইনেই পড়াশোনা করছিল। নিয়মিত ক্লাসও করত বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। কিন্তু যখন বিশাল জানতে পারে, মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে, তখন থেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা তাকে নানাভাবে বোঝানোরও চেষ্টা করেন। শিক্ষক শিক্ষিকারা বোঝান। কিন্তু তাতেও চিন্তা কমছিল না বিশালের।

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। তার আগের দিনই ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিশালের দেহ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার সকালেও টিফিন খায় বিশাল। বাড়ির সকলের সঙ্গে কথা বলে। এরপর পড়তে বসার নাম করে নিজের চলে যায়। পরে দীর্ঘক্ষণ তার কোনও সাড়া না পেয়ে ডাকতে যান পরিবারের সদস্যরা। তখনই বিশালকে ঝুলন্ত অবস্থায় ঘরের মধ্যে দেখতে পান তিনি।

চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মাধ্যমিক পরীক্ষার আগের দিনে এই ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে। পরিবারের এক সদস্য বলেন, ‘বারবার ওকে বুঝিয়েছিলাম আমরা। কোনও কথাই শুনল না। কীসের ভয় যে মনে দানা বেঁধেছিল। সারাজীবন তো অফলাইনেই পরীক্ষা দিয়ে এসেছে। এবার যে কেন এত ভয় কে জানে! আমরা অনেক বুঝিয়েছিলাম। ওকে আমরা চোখের আড়াল করতামই না। পরীক্ষার আগের দিনই এমন করবে কে জানে!’

এদিকে, অ্য়াডমিট কার্ড না আসায় আত্মহত্যার চেষ্টা করেন এক ছাত্রী।  করোনা আবহে ২০২০ সালের পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবার। মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে পর্ষদের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে বিষয়টি। শনিবার দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন, সোমবার থেকে দুপুরে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন: Madhyamik Examination 2022: এবারের মাধ্যমিকে এই ৭ জেলার ক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর করেছে পর্ষদ! রাতারাতি জারি বিজ্ঞপ্তিও