Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kashmir Road Accident: কয়েক ফুট উঁচু থেকে উল্টে পড়ল বাস, কাশ্মীরে গিয়ে মৃত্যু ২ বাঙালি পর্যটকের

Purba Bardhaman: সূত্রের খবর, গত ১৩ মার্চ খণ্ডঘোষের তোড়কোনা থেকে একটি টুরিস্ট বাস ছাড়ে। ওই বাসটিতে বর্ধমান শহর, খণ্ডঘোষ, গলসি, বাঁকুড়ার ইন্দাস, শাসপুর এলাকার প্রায় ৬৪ জন পর্যটক উত্তর ভারত ও কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন।

Kashmir Road Accident: কয়েক ফুট উঁচু থেকে উল্টে পড়ল বাস, কাশ্মীরে গিয়ে মৃত্যু ২ বাঙালি পর্যটকের
কাশ্মীরে গিয়ে দুর্ঘটনায় মৃত পৌঢ়া (নিজস্ব ছবি) (নি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 3:29 PM

পূর্ব বর্ধমান: কাশ্মীর বেড়াতে গিয়ে বিপত্তি। দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকের দল। ঘটনায় আহত প্রায় ২৫ জন। মৃত্যু হয়েছে ২ জনের। জানা গিয়েছে ওই দু’জন পূর্ব বর্ধমানের বাসিন্দা। এদিকে, মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া পরিবারে।

বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার কঙ্গন থানার গণ্ডুতে শ্রীনগর – লে এক্সপ্রেসওয়ের উপরে। মৃতদের নাম মালতি কুণ্ডু ( ৫৫) তিনি খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের বাসিন্দা। অন্যদিকে, গলসির ইড়কোনা গ্রামে থাকেন স্মৃতিকা হাজরা (৫২)। ঘটনাস্থলেই এই দুই পৌঢ়ার মৃত্যু হয়। অন্যদিকে, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে কয়েকজনকে চিকিৎসার জন্য শ্রীনগরের হাসপাতালে পাঠান হয় ।

কী ঘটেছে?

সূত্রের খবর, গত ১৩ মার্চ খণ্ডঘোষের তোড়কোনা থেকে একটি টুরিস্ট বাস ছাড়ে। ওই বাসটিতে বর্ধমান শহর, খণ্ডঘোষ, গলসি, বাঁকুড়ার ইন্দাস, শাসপুর এলাকার প্রায় ৬৪ জন পর্যটক উত্তর ভারত ও কাশ্মীরের উদ্দেশে রওনা দেন। অমৃতসর, হরিদ্বার, বেনারস হয়ে ৪ এপ্রিল ওই পর্যটকদের বর্ধমানে ফেরার কথা ছিল। খণ্ডঘোষ থেকে রওনা হওয়ার পর বুদ্ধগয়া, এলাহবাদ, আগ্রা, বৃন্দাবন, কুরুক্ষেত্র হয়ে পর্যটকবাহী বাসটি মঙ্গলবার রাতে শ্রীনগর পৌঁছায়। এরপর বুধবার শ্রীনগরে প্রকৃতিক দৃশ্য ঘুরে দেখার পর ফের বৃহস্পতিবারও পর্যটকদের দু’টি ছোট বাস প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখার জন্য রওনা দেয়।

ওই সময়েই একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বেশ কয়েক ফুট নীচে রাস্তায় আছড়ে গিয়ে পড়ে। তার জেরেই ওই দুই প্রৌঢ়া মারা যান। এরপর শুক্রবার, সকালে দুর্ঘটনার খবর তোড়কোনা গ্রামে পৌঁছায়।

জানা গিয়েছে, পর্যটকবাহী ওই বাসটির গাইড ছিলেন তোড়কোনা গ্রামেরই বাসিন্দা অসীম চক্রবর্তী ওরফে খোকন। তাঁর দাবি, “পর্যটকরা শ্রীনগর থেকে সেখানকার স্থানীয় বাসে চড়ে সাইডসিন দেখতে বেরিয়ে ছিলেন। তখনই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বাসের ভিতরে থাকা বাকি পর্যটকরা জখম হন। তাঁদের সবাইকে ওইদিন সন্ধ্যের মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়।জখমদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি মৃতদেহ নিয়ে বর্ধমানে ফিরে আসার ব্যাপারেও কাশ্মীরের পর্যটন বিভাগ সর্বতভাবে সাহায্য করছে।” শনিবার বিমানে করে মৃতদেহগুলি আনা হবে কলকাতায়।

আরও পড়ুন: Silver Trafficking in Basirhat: পরনের পোশাক দেখে মনে হয় নিপাট ভালো মানুষ, তবে মনে-মনে এই ছিল কে জানত!

আরও পড়ুন: Basirhat Fire: পোড়া গন্ধ সঙ্গে তীব্র আওয়াজ, পরের পরিস্থিতি ভয়ঙ্কর