পূর্ব বর্ধমান: মঙ্গলকোটে তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি অসীম দাসকে খুনের ঘটনায় শাসক শিবিরেরই ‘বি-টিম’ যুক্ত ছিল বলে আগেই অভিযোগ করেছিলেন মৃতের পরিবার। সেই অভিযোগই সত্যি হল। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় রাজু শেখ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। সূত্রের খবর, রাজু শেখ তৃণমূলেরই সক্রিয় কর্মী। দিল্লির ভজনপুরী এলাকা থেকে বৃহস্পতিবার রাতেই রাজু শেখকে গ্রেফতার করা হয়।
ধৃত রাজু শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সিআইডি জানিয়েছে, তৃণমূল নেতাকে খুন করার জন্য় দুষ্কৃতীদের হাতে ৫লক্ষ টাকা তুলে দিয়েছিলেন রাজু। পেশায় ইঁটভাটার ব্যবসায়ী রাজুর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে অসীমের বিরোধ বাধে। খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাজু শেখ। তবে কেন সরাসরি দুষ্কৃতীদের টাকা দিয়ে খুন তা নিয়ে সন্দিহান তদন্তকারীরা। এর পেছনে অন্য কোনও রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, মঙ্গলকোটে তৃণমূল (TMC) নেতা খুনের ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। রফিক শেখ ছাড়াও লাখুড়িয়ার তৃণমূল সহ-সভাপতি শাবুল শেখ ও আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। গত ১৬ জুলাই মঙ্গলকোটে তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। হোমিসাইড শাখার তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডি তদন্তভার হাতে নেওয়ার ঠিক এক সপ্তাহ আগেই খুন হন তৃণমূল নেতা অসীম দাস।
সোমবার, নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হয়ে খুন হন অসীম দাস। তৃণমূল নেতা খুনের ঘটনায় অসীম দাসের পরিবারের দাবি ছিল শাসকদলেরই ‘বি-গোষ্ঠী’ এই কাজ করেছে। যদিও, তৃণমূলের (TMC) তরফে বারবার নিশানা করা হয়েছিল বিজেপিকে। কিন্তু বিজেপির তরফে সাফ জানানো হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই মৃত্য়ু।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, খুনি বিজেপির হোক বা অন্য দলের কোনও ক্ষমা করা হবে না। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেফতার কার হবে বলে জানান অনুব্রত। ঠিক তার পরেরদিনই গ্রেফতার করা হয় লাখুড়িয়ার তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি শাবুল শেখ-সহ আরও এক কর্মীকে। যদিও, খুনের ঘটনায় তাঁদের কোনও যোগ নেই বলেই দাবি করেন তৃণমূল নেতা শাবুল।
মঙ্গলকোট-কাণ্ডে আগেই সিট গঠন করেছিল বর্ধমান জেলা পুলিশ। চার সদস্যের সেই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত আইসি ও ওই থানারই প্রাক্তন আইসি। প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করেছিল সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। পরে তথ্যপ্রমাণ পেয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূ্ত্রে জানা গিয়েছিল, মৃত তৃণমূল (TMC) নেতা অসীম দাসের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই দলের অন্য সদস্যদের মতবিরোধ দেখা গিয়েছিল। পাশাপাশি, অঞ্চল সভাপতির পদ পরিবর্তন নিয়েও জল্পনা তৈরি হয়। এই নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন অসীম। পাশাপাশি, বালিখাদান থেকে বালিপাচার এবং সেই পাচারের টাকা আত্মসাত্ ও বন্টন নিয়েও বেশ কিছু প্রভাবশালী নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন অসীম এমনটাই অনুমান গোয়েন্দাদের। তদন্তকারী অফিসারদের আরও অনুমান, বালি পাচার কাণ্ডেও যোগ ছিল নিহত তৃণমূল নেতার। পাচারের টাকা নিয়ে বিরোধের জেরে খুন হতে হয়েছে অসীমবাবুকে এমনই অনুমান করছিলেন গোয়েন্দারা। সিআইডি তদন্তভার হাতে তুলে নেওয়ার পর বালিপাচারজনিত বিতর্কে এখনও ইতি টানেননি সিআইডির গোয়েন্দারা। সমস্ত ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন তদন্তকারীরা। আরও পড়ুন: অদল-বদল! ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ ৪ পুলিশ অধিকর্তাকে বদলির নোটিস রাজ্যের