Purba Bardhaman: দিন দশেক ধরে দুর্গন্ধে ঢেকেছিল এলাকা, বন্ধ ঘর থেকে জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধারে বর্ধমানে বাড়ছে রহস্য
Purba Bardhaman: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শিবনারায়ন বাবুর আনুমানিক বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে। তিনি পেশায় জ্যোতিষী ছিলেন। স্থানীয় বাসিন্দা অমলেন্দু রায় বলছেন, শিবনারায়নবাবুকে এলাকায় খুব একটা দেখা যেত না। কাজের কারণেই বাইরে বাইরে ঘুরতেন।
বর্ধমান: পচা গন্ধটা বের হচ্ছিল বিগত কয়েকদিন থেকেই। পাড়ার লোকজন ভেবেছিলেন পাশেই কোথাও কুকুর মারা গিয়েছে, তা পচেই এই অবস্থা। তবে দিনেদিনে তা আরও বাড়তে থাকে। সম্প্রতি গন্ধের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকায় টেকা দায় হয়ে উঠেছিল এলাকার বাসিন্দাদের। সকলেই লক্ষ্য করেন এলাকারই বাসিন্দা শিবনারায়ণ শাস্ত্রীর বাড়ির কাছে গেলে গন্ধের তীব্রতা আরও বাড়ছে। এদিকে বাড়ি থেকে গত দশদিনে কাউকে বিশেষ বের হতে দেখা যায়নি বলে জানা যাচ্ছে। শেষে এলাকার লোকজনই খবর দেন পুলিশ। পুলিশ এসে বাড়ির দরজা ভাঙতেই চোখ কপালে ওঠে।
দেখা যায় বাড়ির মধ্যে পড়ে রয়েছে শিবনারায়নবাবুর মৃতদেহ। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোরজনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জোতরামে। জোতরামের জামতলায় শ্মশানের কাছে বাড়ি শিবনারায়নবাবুর। ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শিবনারায়ন বাবুর আনুমানিক বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে। তিনি পেশায় জ্যোতিষী ছিলেন। স্থানীয় বাসিন্দা অমলেন্দু রায় বলছেন, শিবনারায়নবাবুকে এলাকায় খুব একটা দেখা যেত না। কাজের কারণেই বাইরে বাইরে ঘুরতেন। কিন্তু, এখন কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছেন তাঁরাও। ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।