
বর্ধমান: প্রত্যকটি বুথের যুব তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মেমারি কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয় রবিবার। মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের দিক নির্দেশ দেওয়া হয় এই কর্মশালার থেকে। চলছে SIR-এর ফর্ম পূরণ করার পালা, কারও যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশে থাকার জন্য বলেন উপস্থিত নেতৃত্ব।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘বাংলা ডিজিটাল যুদ্ধা।’ যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তুলে ধরার অন্যতম হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বাংলার ডিজিটাল যোদ্ধা প্লাটফর্মে যুব তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকদের এগিয়ে আসার আহ্বান করা হয় এবং যাতে এই প্ল্যাটফর্ম কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য সকল কর্মী সমর্থকদের একযোগে কাজ করতে বলেন স্বপন দেবনাথ ।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও,বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজবিহারী হালদার, জেলা এসটি-ওবিসি সেলের সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাঝি, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী উপস্থিত ছিলেন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “প্রত্যেকটি বুথের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কর্মী সমর্থকদের পৌঁছতে হবে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধা বুঝতে হবে।” পাশাপাশি এদিন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার বলেন, “১৮-৪০ বছর বয়সি যুব কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির চলে। আগামীদিনে কীভাবে যুবকর্মীরা কাজ করবে সেই নির্দেশ দেওয়া হল।