Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, উত্তপ্ত বৈকন্ঠপুর

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) বৈকন্ঠপুর।

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, উত্তপ্ত বৈকন্ঠপুর
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 7:19 PM

পূর্ব বর্ধমান: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) বৈকন্ঠপুর। সংঘর্ষে তিন জন দলীয় কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির।

বৃহস্পতিবার দুপুরে গ্রামে দেওয়াল লিখন চলছিল। বিজেপির অভিযোগ, দেওয়াল লিখনের সময় তৃণমূল কর্মী সমর্থকরা অতর্কিতে তাঁদের কর্মীদের ওপর হামলা চালায়। তাঁদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় সুকুমার ঘড়ুই, সন্তোষী ঘড়ুই ও ধুলু ঘড়ুই নামে তিন বিজেপি সমর্থক আহত হয় বলে দাবি।

এক্ষেত্রে বিজেপি আঙুল তুলেছে, বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়ের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। আহত তিন বিজেপি কর্মীকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

যদিও অভিযোগ অস্বীকার করেছে, বৈকন্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। উল্টো যুক্তি খাঁড়া করেছেন তিনি। তাঁর দাবি, গ্রামে একটি ধর্মীয় স্থানকে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী দলের কাজে ব্যবহার করছিলেন। গ্রামবাসীরা তার প্রতিবাদ করেছেন মাত্র।

আরও পড়ুন: বেডে মমতা, বাইরে তখন টেনে হিঁচড়ে কয়েকজন যুবক-যুবতীকে গাড়িতে তুুলল পুলিশ! তোলপাড় এসএসকেএম চত্বরও

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে আক্রমণের ঘটনায় সারাদিনই তৃণমূলকর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত। তৃণমূল কংগ্রেস কর্মীরা এ কাজে কোনওভাবেই যুক্ত নয়।