
বর্ধমান: ট্রেনের নীচ থেকে হু হু করে বের হচ্ছে ধোঁয়া! হঠাৎ পোড়া গন্ধ যায় রেলযাত্রীদের নাকে। দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন তাঁরা। রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় আপ শিয়ালদহ-বর্ধমান লোকাল ট্রেনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দ্রুত যাত্রীদের নামানোর ব্যবস্থা করা হয়। কী কারণে এমন ধোঁয়া দেখা গেল, তা খতিয়ে দেখেন রেলকর্তারা।
এদিন বর্ধমানের মেমারি স্টেশনের কাছে দেখা যায় ওই ধোঁয়া। শিয়ালদহ থেকে বর্ধমানের দিকে যাওয়া ওই ট্রেন ধোঁয়া বেরনোর পরই থমকে যায়।
নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য ঘন্টাখানেক মেমারি স্টেশনেই দাঁড় করানো ছিল ওই লোকাল ট্রেনটি। পরে ট্রেনটি রওনা হয় বর্ধমানের উদ্দেশে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ব্রেক-বাইন্ডিংয়ের জন্য আপ শিয়ালদহ-বর্ধমান লোকালটিতে বিভ্রাট দেখা যায়। তাই ট্রেনটি থমকে যায়। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে লাইনে দাঁড়িয়ে থাকে ওই লোকাল ট্রেন। পরে গন্তব্যের দিকে রওনা হয়। বিষয়টি খুব অস্বাভাবিক নয় বলেই মন্তব্য করেছেন রেল আধিকারিক।
জানা যায়, কখনও কখনও ট্রেন চলার সময় চাকার ব্রেক হয় না এবং তখন লোকোমোটিভ চলতে শুরু করে। তখন যে ঘর্ষণ হয়, তার জন্যই ধোঁয়া বেরতে দেখা যায়। ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা প্রায়শই এভাবে ধোঁয়া বের হতে দেখেন। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তবে এ ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানা যায়।