Burdwan: বর্ধমানে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, নামল ব়্যাফ
বোরহাটের কর্মসূচি নিয়ে বিজেপির অভিযোগ, তাদের সভা ও মিছিল বাঞ্চাল করার জন্য শাসকদলের ৩ কাউন্সিলরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। অন্য দিকে, পথসভা ও মিছিলের নামে বিজেপি এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
বর্ধমান: বিজেপির মিছিল এবং পথসভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে। রবিবার বর্ধমান শহরের বোরহাট এলাকায় মিছিল করে এসে পথসভা করে বিজেপি। রাজ্যের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এই পথসভার আয়োজন করে রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু পদ্মশিবিরের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুই রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। কর্মসূচিতে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় সেখানে। নামানো হয় ব়্যাফও। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা জমে উঠেছে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে।
বোরহাটের কর্মসূচি নিয়ে বিজেপির অভিযোগ, তাদের সভা ও মিছিল বাঞ্চাল করার জন্য শাসকদলের ৩ কাউন্সিলরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। অন্য দিকে, পথসভা ও মিছিলের নামে বিজেপি এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এমনকি বিজেপির বিরুদ্ধে প্রশাসনিক অনুমতি ছাড়া সভা করার অভিযোগ আনা হয়েছে।
বিজেপির কর্মসূচি নিয়ে তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপির তরফে কোনও রকমের প্রশাসনিক অনুমতি ছাড়া এলাকায় সভার নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছিল। তৃণমূল গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। সভা, সমিতি করার অধিকার সবার আছে। কিন্তু এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।”
তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দিক জেলা কমিটির ৫ নম্বর মণ্ডলের সভাপতি কল্যাণ মাজি বলেছেন, “প্রশাসনিক অনুমতি নিয়েই রাজ্যজুড়ে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে বোরহাট এলাকায় একটি পথসভা ও মিছিল করার কথা ছিল। সেই মিছিল ও পথসভা ভণ্ডুল করার চেষ্টা করে তৃণমূল। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া ও ধাক্কাধাক্কি করা হয়।”