Kalna Chaos: মিথ্যে পরিচয়ে ভর্তি হাসপাতালে, সন্তান ভূমিষ্ঠ হতেই আসল ‘কীর্তি’ ধরা পড়ল মহিলার

Kalna: পরে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তেকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।

Kalna Chaos: মিথ্যে পরিচয়ে ভর্তি হাসপাতালে, সন্তান ভূমিষ্ঠ হতেই আসল 'কীর্তি' ধরা পড়ল মহিলার
অভিযুক্ত মহিলা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 12:24 PM

কালনা: প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এরপর যথা সময়ে ফুটফুটে এক শিশু পুত্রের জন্ম দেন মহিলা। তবে আসল ঘটনা ঘটে এরপর। সদ্য মা হওয়া মহিলার পরিচয় নিয়ে কিছুটা সন্দেহ হয় হাসপাতালের নার্সদের। সেই সন্দেহ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখতেই কপালে হাত তাঁদের। টাকার বিনিময়ে নিজের সন্তানকে অন্য মহিলার হাতে হস্তান্তরের চেষ্টা মহিলার। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তেকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।

পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। অভিযুক্ত মহিলার নাম মৌমিতা পূজা। যে মহিলার কাছে মৌমিতা নিজের সন্তানকে বিক্রি করছিলেন সেই মহিলাকেও পুলিশ গ্রেফতার করেছে। তাঁর নাম সুমিত্রা যাদব।

কী ঘটেছে? গত ২ রা জুলাইয়ের ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, নিজের নাম গোপন রেখে কালনা হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হন মৌমিতা পূজা। অভিযোগ, হাসপাতালের খাতায় নিজের নাম উল্লেখ না করে সুমিত্রা যাদবের নাম নথিভুক্ত করেন। পরে নির্দিষ্ট সময়ে পুত্র সন্তানের জন্ম দেন মৌমিতা।

তবে এই নাম নথিভুক্তর সময় থেকেই কিছুটা সন্দেহ হয় হাসপাতালের নার্সদের। তাঁদেরই তৎপরতায় সদ্যজাতর হস্তান্তেরর ওই মহিলার মিথ্যা তথ্য সিস্টারদের হাতে চলে আসে। গোটা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আর এক মুহূর্ত দেরি না করে ফোন করে কালনা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত মেমারী থানা এলাকার বাসিন্দা সুমিত্রা যাদবকে গ্রেফতার করে। পরে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মৌমিতাকেও গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক। দুধের শিশুকে কোলে নিয়ে ১৪ দিন জেলেই থাকবেন অভিযুক্ত মা। পুলিশ সূত্র জানা গিয়েছে মৌমিতার বাড়ি মেমারি থানা এলাকায়।