West Bengal Assembly Election 2021 Phase 6: ‘বাচ্চাগুলোকে সুদ্ধ মার!’ ভোটের সকালে এক জনকে ফেলা হল নর্দমায়, কয়েক মাসের শিশুর পায়ে থাপ্পড়!

Apr 22, 2021 | 11:04 AM

ভোটের সকালে (West Bengal Assembly Election 2021 Phase 6) ভয়ঙ্কর অভিযোগে তপ্ত পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) কেতুগ্রাম এলাকা। অভিযোগের তির তৃণমূলের দিকে।

West Bengal Assembly Election 2021 Phase 6: বাচ্চাগুলোকে সুদ্ধ মার! ভোটের সকালে এক জনকে ফেলা হল নর্দমায়, কয়েক মাসের শিশুর পায়ে থাপ্পড়!
নিজস্ব চিত্র

Follow Us

বর্ধমান: ‘বাচ্চাগুলোকে সুদ্ধ মার… ফেলে দে সব কটাকে…’ ষষ্ঠ দফার ভোটে আবারও রাজনৈতিক হিংসার শিকার দুধের শিশুরা। কোলের শিশুকে ফেলে দেওয়া হল নর্দমায়, কয়েক মাসের আরেকটি শিশুর গায়েও পড়ল থাপ্পড়! ভয়ঙ্কর অভিযোগে তপ্ত পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) কেতুগ্রাম এলাকা। অভিযোগের তির তৃণমূলের দিকে।

ষষ্ঠা দফা নির্বাচনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে কেতুগ্রামের রাজুড়ের ১০১ নম্বর বুথ। বিজেপি কর্মী সমর্থকরা ভোট দিতে গেলে, তাঁদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আটকাচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা। এরপর দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি শুরু হয়। অভিযোগ, বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে মারধর করা হয়। সেসময় সামনে পড়ে যায় দুই শিশু। অভিযোগ তাঁদের মধ্যে এক জনকে নর্দমায় ফেলে দেওয়া হয়। তার মাথায় ও পায়ে চোট লেগেছে। কয়েক মাসের শিশুর গায়েও লাগে থাপ্পড়!

হাউ হাউ কেঁদে ওঠে দুই শিশু। অভিযোগ, উন্মত্ত দুষ্কৃতীদের তাতে কোনও ভ্রূক্ষেপই ছিল না। আক্রান্ত শিশুর মায়ের কথায়, “ওরা বলছিল সব সুদ্ধকে ধরে মার…” ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন:  West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট দিতে যাওয়ার পথেই পুকুরে কিছু একটা দেখেছিলেন, উঁকি দিতেই দেখা গেল পা! তোলপাড় গ্রাম

উল্লেখ্য, চতুর্থ দফার নির্বাচনেও দেখা গিয়েছিল, শীতলকুচিতে এক বুথের ভিতর থেকেই মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল। পরে গ্রামেরই একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। ভোটে কেন বারবার রাজনৈতিক হিংসার শিকার হতে হচ্ছে দুধের শিশুদের? প্রশ্ন তুলছেন বিশ্লেষকরাই।

Next Article