West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট দিতে যাওয়ার পথেই পুকুরে কিছু একটা দেখেছিলেন, উঁকি দিতেই দেখা গেল পা! তোলপাড় গ্রাম

ভোটের (West Bengal Assembly Election 2021 Phase 6) সকালে চরম উত্তেজনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবড়ায় (Habra)।

West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট দিতে যাওয়ার পথেই পুকুরে কিছু একটা দেখেছিলেন, উঁকি দিতেই দেখা গেল পা!  তোলপাড় গ্রাম
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 9:13 AM

উত্তর ২৪ পরগনা: ভোটের আগের (West Bengal Assembly Election 2021 Phase 6) রাত থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। তবে অশান্তির কোনও খবর ছিল না। সকাল হতেই বুথে লাইন বাড়ছিল ভোটারদের। এরই মধ্যে পাড়ারই পুকুরে ভেসে উঠল একটি লাশ! ভোটের (West Bengal Assembly Election 2021 Phase 6) সকালে চরম উত্তেজনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবড়ায় (Habra)।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সকালে হাবড়ার কইপুকুর এলাকায় পুকুরে একটা কিছু ভেসে থাকতে দেখেন ভোট দিয়ে যাওয়া এলাকাবাসীরা। প্রথমে তাঁরা বিষয়টি দূর থেকে দেখে বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন ওটা কোনও ব্যক্তির দেহ। খবর দেওয়া হয় থানায়।

West Bengal Assembly Election 2021 West Bengal Assembly Election 2021 Phase 6 Habra

নিজস্ব চিত্র

সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউই ওই ব্যক্তিকে চিনতে পারেননি। তাঁর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের। দেহটি মাঝবয়সী পুরুষের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেতা রাহুল সিনহা।

হাবড়া থানায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি । মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্যত্র খুন করে দেহটি মাঝরাত বা ভোর রাতেই কেউ ফেলে গিয়েছে। দেহে তখনও পচন ধরেনি। দেহ শণাক্তকরণের চেষ্টা করছে।

নিজস্ব চিত্র

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: দরজা ফুটো করে গ্রামবাসীর ঘরের ভিতর ঢুকে গেল গুলি! ভোটের সকালে গৃহবন্দি গোটা গ্রাম

বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, “জনবহুল একটা এলাকায় কীভাবে কেউ খুন করে দেহ ফেলে যেতে পারে? ভোটের সময় পুলিশ তো চর্তুদিকে রয়েছে, তার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল? আগে ব্যক্তির পরিচয় জানা যাক, পরে দেখা যাবে, এটি রাজনৈতিক হিংসার কারণ নাকি কোনও ভাগ বাটোয়ারা নিয়ে খুন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলেছি পুলিশকে। আমরা গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।” ঘটনার ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন।