Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের ভুরিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির

তফশিলি সম্মেলনের নাম করে তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়েই খাওয়া-দাওয়ার আয়োজন করেছে তৃণমূল (TMC), কমিশনে অভিযোগ করল বিজেপি (BJP)।

কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের ভুরিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির
নিজস্ব ফটো
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 6:24 PM

কাটোয়া: কর্মী বৈঠকের নাম করে গ্রামের মানুষদের ঢালাও মাংস-ভাত খাইয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছে তৃণমূল (TMC)। এমনই অভিযোগ করে নির্বাচন কমিশন (Election Commission)-এর দ্বারস্থ হয় বিজেপি (BJP)। এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দফতরের আধিকারিকরা কাটোয়া ২ নম্বর ব্লকের কুরচি ও রোন্ডা গ্রামে এসে তৃণমূল নেতাকর্মিদের সতর্ক করেন। যদিও তাতেও নির্বাচন বিধির তোয়াক্কা না করে তফশিলি সম্মেলনের নাম করে তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়েই সভা এবং খাওয়া-দাওয়ার আয়োজন করে তৃণমূল। এমনটাই অভিযোগ করল বিজেপি।

জানা গিয়েছে, তফশিল কর্মিসভার নামে কাটোয়ায় তৃণমূল নেতৃত্ব কুরচি ও রোন্ডা গ্রামবাসীকে মাংস-ভাত খাওয়ানোর আয়োজন করে। এই নিয়েই বিতর্ক। বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এই ভোজসভার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই নির্বাচন কমিশনের এমসিসির প্রতিনিধি দল গ্রামে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সতর্ক করে। কিন্তু তার পরও সেই নিষেধের তোয়াক্কা করেনি তৃণমূল, এমনই দাবি বিজেপির।

এদিকে বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি পিন্টু মণ্ডল বলেন, নির্বাচন কমিশনের প্রতিনিধিদের গ্রামে আসার কথা আমাদের জানা। আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই চলি। আমাদের কর্মী বৈঠক চলছে। এখানে কোনও খাওয়া-দাওয়ার বিষয় নেই। অন্যদিকে, বিজেপির কাটোয়া ২ ব্লকের সম্পাদক রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের অভিযোগ, “ভোটারদের প্রভাবিত করতে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আদর্শ আচরণ বিধিকে থোড়াই কেয়ার করে এই ভোজসভার আয়োজন করেছে। আমরা বিজেপি দলের পক্ষ থেকে কাটোয়া নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।”

আরও পড়ুন: টিকিট না পেয়ে শিবির বদল, ঘাসফুল ছেড়ে পদ্মমুখী কাটোয়ার অমর রাম

কাটোয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের যুক্তি, বিজেপি হিন্দু ধর্মের কথা বলে, কিন্তু বিজেপি জানে না শিবরাত্রির উৎসব পালনের জন্য গ্রামে ভোজসভার আয়োজন করা হয়। অনেকটা মহোৎসবের মতো। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। গ্রামে যেহেতু তৃণমূলের লোক বেশি স্বভাবতই তৃণমূল বেশি আছে। তবে এই ঘটনায় কাটোয়া মহকুমা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।