AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘কেন ফর্ম আনকালেক্টেড?’, বৈঠকের পর জানালেন বিশেষ পর্যবেক্ষক

SIR In WB: মূলত কী কী জিনিস চেক তারা করবেন কি ধরনের নজর দেবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছ।আমাদের যা অ্যাসেসমেন্ট কাজটা সিস্টেমেটিকালি হয়েছে এবং আমাদের যারা ইয়ারও আছেন তারাও চেষ্টা করছেন সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত রোল তারা তৈরি করতে পারেন।

SIR: 'কেন ফর্ম আনকালেক্টেড?', বৈঠকের পর জানালেন বিশেষ পর্যবেক্ষক
বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 1:34 PM
Share

বর্ধমান:  বর্ধমানে গিয়ে এসআইআরের কাজে সন্তোষ প্রকাশ করলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি বলেন, “আমাকে তো একটা বিষয় দেখতে বলা হয়েছে ভোটার রোল বা ইলেক্টোরাল রোল সঠিকভাবে যাতে তৈরি করা হয়। খুব মারাত্মক সমস্যা কিছু নেই কিছু কিছু সফটওয়্যার রিলেটেড সমস্যা ERO-রা পয়েন্ট আউট করেছে।” তিনি জানিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ফর্ম দেওয়া হয়ে গিয়েছে। সেই ব্যক্তি  ভেবেছেন পরে সাবমিট করবেন,  তাঁরা বাইরে চলে গিয়েছেন অন্যত্র, তাঁদের ফর্মগুলি আনকালেক্টেড থেকে গিয়েছে।

বুধবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরে দিনভর বৈঠক করেন সুব্রত গুপ্ত। তিনি বলেন, “আমাদের যারা ERO রয়েছেন, প্রতিটি বিধানসভা এলাকা ধরে তাঁদের সঙ্গে  বিশদভাবে আলোচনা হয়েছে।” সেখানে দুটো বিষয় উঠে এসেছে, প্রথমত, এনুমারেশনের কাজ কত দূর এগিয়েছে, কত ফর্ম কালেক্ট হয়েছে এবং ডিজিটাইজ হয়েছে। এবং দ্বিতীয়ত, যে যে ফর্ম কালেক্ট হয়নি কেন হয়নি এবং সেগুলো যাতে দ্রুত রাতের মধ্যে আপলোড করে দেওয়া হয়, সেটা নিয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত কী কী জিনিস চেক তারা করবেন কি ধরনের নজর দেবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছ।আমাদের যা অ্যাসেসমেন্ট কাজটা সিস্টেমেটিকালি হয়েছে এবং আমাদের যারা ইয়ারও আছেন তারাও চেষ্টা করছেন সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত রোল তারা তৈরি করতে পারেন। আগামী সাত আট দিনের মধ্যে সেই চেষ্টাই হবে। এটাই আমাদের লক্ষ্য এবং এটা উনাদের লক্ষ্য।

অন্যদিকে তিনি বলেন,দেখুন সন্তোষজনক কি সন্তোষজনক নয় সেটা ড্রাফ পাবলিকেশন এর পরে বোঝা যাবে কারণ ড্রাফ পাবলিকেশনে আমরা বুঝতে পারবো কতটা অ্যাকুরেট হয়েছে। ভোটাররা তো দেখতে পাবেন এবং আমরাও আলাদা করে ড্রাফ পাবলিকেশন যেদিন হবে অর্থাৎ ১১ ই ডিসেম্বর সেই দিন এ এস টি ডি এই ভোটারদের লিস্ট আমরা সব অফিসে টাঙ্গিয়ে দেব। এবং সেগুলোর কপি পলিটিক্যাল পার্টিদের কাছেও পৌঁছে দেওয়া হবে। সুতরাং তাদের ফিডব্যাক এর উপর নির্ভর করবে কাজের কোয়ালিটি কি রকম হয়েছে।

দুটো নির্দেশ কমিশনের নির্দেশ, এক নম্বর হচ্ছে যে কালেক্টেড ফর্ম আর রাখা যাবেনা। আন কালেক্টেড ফর্ম ইমিডিয়েটলি সিস্টেমের মধ্যে রেজিস্টার করাতে হবে। আইদার স্ক্যান করে ঢুকবে অথবা সেটা আন মার্ক হবে। অন্যদিকে সুব্রত গুপ্ত বলেন,  “যদি কোনও ব্যক্তি বাংলাদেশি বা অন্য কোন দেশের হন কিন্তু তার নাম ভুলবশত এখানকার রোলে থেকে থাকে, তদন্ত করে নাম বাদ দেওয়া হবে।”