বর্ধমান: এসএসকেএম ছেড়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজতে থাকা পার্থর নাকি এসএসকেএম-এর চিকিৎসা না পসন্দ। কিন্তু যে এসএসকেএম নিয়ে অতীতে এত বিতর্ক হয়েছে, তথাকথিত প্রভাবশালীদের ভর্তি হওয়া নিয়ে অভিযোগ উঠেছে, সেই সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে কেন চলে যেতে চাইলেন পার্থ? প্রশ্ন উঠেছে। বিজেপির দাবি, কোনও আশঙ্কা থেকেই এসএসকেএম ছেড়েছেন পার্থ। এমনই মন্তব্য করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, “প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় দ্বিতীয় কিষাণজি হওয়ার আশঙ্কা করছেন। প্রাণসংশয় থাকাতেই তিনি এসএসকেএমের বদলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।” বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
সাংসদের বক্তব্য, আগে তৃণমূল কংগ্রেসের জেল খাটা নেতাদের সবার পছন্দ ছিল এসএসকেএম। সেখানেই তাঁদের চিকিৎসা হয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম ছেড়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন কেন! সাংসদ বলেন, “বিশেষ সূত্র মারফত আমি খবর পেয়েছি, তিনি দ্বিতীয় কিষাণ জি হওয়ার আশঙ্কায় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।”
সম্প্রতি প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েন পার্থ। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। এরপর আদালতে পার্থ দাবি করেন, সরকারি হাসপাতালের চিকিৎসায় তিনি সুস্থ হতে পারছেন না। সেই কারণে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেয় আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।