কালনা: সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন স্বামী। অগত্যা পৃথিবী থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন স্ত্রী। প্রেমিকের সঙ্গে মিলে তৈরি হয়ে গিয়েছিল ব্লুপ্রিন্ট। কুপিয়ে খুন করার পরিকল্পনা নেন তাঁরা। এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল কালনায়। স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
ভালবাসার সম্পর্কে পথের কাঁটা স্বামীকে সরাতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী ও তাঁর প্রেমিক।জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পরিকল্পনা মাফিক স্বামীকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যান স্ত্রী। সেখানে নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিক ও আরও কয়েকজন লোকজন নিয়ে স্বামীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে মাটিতে ফেলে কোপানো হয় স্বামীকে। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন স্বামী। তাঁর আর্ত চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। তখন বাকিরা পালিয়ে গেলেও এলাকাবাসীদের হাতে ধরা পড়ে যায় স্ত্রী ও তাঁর প্রেমিক। এর পর তাঁদের আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। তার পর ওই অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এদিকে মারাত্মক জখম অবস্থায় স্বামীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে। তাঁর মাথায় ও ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ রয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কালনার সাতগাছিয়ার বাসিন্দা বছর ৩৯- এর গোবিন্দ বিশ্বাসের সঙ্গে ৩৪ বছরের কাজলের বিয়ে হয় বছর ১৫ আগে। তবে সম্প্রতি কাজল দেবীর অন্য সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন গোবিন্দবাবু। শুরু হয় অশান্তি। স্ত্রীয়ের প্রেমিক রয়েছে তা জানাজানি হতেই বিবাদ চরম আকার নেয় কয়েকদিন। তব দু বছর আগে এই কারণেই স্ত্রী মেয়েকে নিয়ে তাঁর বাপের বাড়ি সাতগাছিয়ার সাহাপুরের কালীতলায় চলে গিয়েছিলেন বলে খবর।
এদিকে বহুবার স্ত্রীকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন স্বামী। কিন্তু স্ত্রী প্রেমিককে ছেড়ে যেতে নারাজ। এর পর গত কয়েকদিন আগে স্ত্রীকে তাঁর বাপের বাড়ি থেকে নিতে এলে দু জনের মধ্যে চরম বিবাদ হয়। তার পর এদিন সন্ধ্যায় পেশায় লটারির টিকিট বিক্রেতা স্বামী বাড়ি ফেরার পথে তাঁকে সাতগাছিয়ার সাহাপুর এলাকার একটি নির্জন স্থানে আসতে বলেন স্ত্রী। সেখানে অপেক্ষা করছিলেন কাজলের প্রেমিক ও তাঁদের আরও কয়েকজন লোকজন। গোবিন্দ সেখানে পৌঁছতেই শুরু হয় এলোপাথাড়ি মার। তাঁকে খুনের ছকই করা হয়েছিল বলে অভিযোগ। যদিও স্থানীয়রা এসে পড়ায় সেটা করতে পারেনি। এদিকে গোবিন্দের পরিবারের তরফ থেকে কালনা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘এর পর বলবেন ঘরের মধ্যেও একটা জেলা চাই’, বিধায়কের আবদার শুনে খাপ্পা মুখ্যমন্ত্রী