BJP to TMC: শুভেন্দুর জেলায় আবারও ‘বড় ধাক্কা খেল’ BJP
BJP to TMC: জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য শম্ভুনাথ পাত্র সহ ২৫ জন বিজেপির নেতৃত্ব ও কর্মীরা যোগদান করেন।

হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলায় ফের ধাক্কা বিজেপিতে। কয়েকদিন আগে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করেছিলেন। এরপর প্রায় পঁচিশ জন বিজেপি কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে।
জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য শম্ভুনাথ পাত্র সহ ২৫ জন বিজেপির নেতৃত্ব ও কর্মীরা যোগদান করেন। তমলুকের বিধায়ক অফিসে গিয়ে তাঁরা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুক ব্লকের তৃণমূলের নেতৃত্বদের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। দলবদলু বিজেপির পঞ্চায়েত সদস্য শম্ভুনাথ পাত্র বলেন, “বিজেপির প্রধানের লাগাম ছাড়া দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। শুভেন্দু অধিকারীর একনায়কতন্ত্র হিন্দুত্ববাদী মেনে নিতে পারিনি। আমাদের দেশে সর্ব ধর্ম নিয়ে থাকতে ভালবাসি। তাই আজ থেকেই আমি বিজেপির সঙ্গ ত্যাগ করলাম।”
যদিও, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশীষ কুমার মণ্ডল বলেছেন, “বিজেপির ওই পঞ্চায়েত সদস্য অনেকবার দল পরিবর্তন করেছে। উনি একজন ধান্দাবাজ। তাই যে কোনও মুহূর্তে দল পরিবর্তন করতে পারে আমরা জানতাম। এইসব বদ রক্ত যত দল থেকে বেরিয়ে যাবে ততই দলের শ্রী বৃদ্ধি হবে। আগামী ২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে এবং তমলুক ব্লকের শ্রীরামপুর দুই গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি লিড নেবে।”





