Nandigram: নন্দীগ্রামে তৃণমূল নেতার ফিশারিতে কীটনাশক, ভোটের হিংসার নয়া রূপ?
Purba Medinipur: ভেকুটিয়া-১ গ্রামপঞ্চায়েতে এবার বিজেপি জিতেছে। এরপরই এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির বলে অভিযোগ। বুধবার মনুচক জলপাই গ্রামের তৃণমূল বুথ সভাপতি সোমনাথ মাইতিকে হুমকিও দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোট মিটলেও থামেনি সন্ত্রাস। মারামারি, বোমাবাজি, হুমকি হুঁশিয়ারি তো চলছেই। এবার তৃণমূল নেতার ফিশারিতে কীটনাশক ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নন্দীগ্রামে। প্রায় ১২ লক্ষ টাকার মাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, নন্দীগ্রামে বিপুল জয়ের উপর তৃণমূলের উপর হামলা চালাচ্ছেন বিজেপির লোকজন। শুধু হাতে নয়, ভাতে মারারও চেষ্টা করা হচ্ছে বলে শাসকদলের নেতৃত্বের অভিযোগ। এরইমধ্যে নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া-১ গ্রাম পঞ্চায়েতের মনুচক জলপাই গ্রামে শাসকদলের নেতার মাছ চাষের জলাশয়ে কীটনাশক ছড়ানোর অভিযোগ উঠল। এই ঘটনার পর আতঙ্কিত নন্দীগ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ভেকুটিয়া-১ গ্রামপঞ্চায়েতে এবার বিজেপি জিতেছে। এরপরই এলাকায় গেরুয়া শিবির সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ। বুধবার মনুচক জলপাই গ্রামের তৃণমূল বুথ সভাপতি সোমনাথ মাইতিকে হুমকিও দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার সকালে তিনি দেখেন, ফিশারিতে কীটনাশক দেওয়া। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই তৃণমূল নেতার।
তৃণমূল নেতা সোমনাথ মাইতি বলেন, “আমি বুথ তৃণমূল কংগ্রেস সভাপতি। ভোটে জিততেই হুমকি ধমক দেওয়া শুরু করেছে বিজেপি। বুধবার আমার ফিশারিতে থাকা কর্মীদের ধমক দেওয়া হয়। আজ এই অবস্থা। নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। রামচকে কয়েকজন বিজেপি দুষ্কৃতিকারীরা এমন কাণ্ড ঘটিয়েছে।”
যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। নন্দীগ্রাম ১ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন, “১৫ বছর ধরে নন্দীগ্রামে তৃণমূলের লোকেরা সন্ত্রাস চালিয়েছে। এখন বিজেপির নামে মিথ্যা কথা বলে মুখ বাঁচাতে চাইছে।” নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা।