Purba Medinipur: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য মহিষাদলে

Purba Medinipur: ঘটনার তীব্র নিন্দা করেছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। তিনি বলেন, খুব খারাপ ঘটনা। প্রশাসনকে বলব দ্রুত ঘটনার জোরদার তদন্ত হোক। দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক।

Purba Medinipur: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য মহিষাদলে
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 10:37 PM

মহিষাদল: বিজেপি নেতার বিরুদ্ধ বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মহিষাদল থানার চক গাজীপুর এলাকায়। অভিযুক্ত বিজেপি নেতা গোপাল দাস এলাকার বিজেপি সভাপতি বলে জানা যাচ্ছে। অভিযোগ, বুধবার বিকালে ওই মহিলাকে একা পেয়ে অকথ্য নির্যাতন করে গোপাল। ঘটনায় ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ। জোরকদমে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার তীব্র নিন্দা করেছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। তিনি বলেন, খুব খারাপ ঘটনা। প্রশাসনকে বলব দ্রুত ঘটনার জোরদার তদন্ত হোক। দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। অন্যদিকে পদ্ম শিবিরের তরফে দোষীর কড়া শাস্তির দাবি করা হলেও এর পিছনে রাজনীতিও আছে বলে মনে করা হচ্ছে। 

বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলছেন, “যে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাঁদের শাস্তি হোক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা চাই। দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও হোক।” এরপরই তিনি বলেন, “অনেকদিন পর এলাকার গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। তাই হয়তো কালিমালিপ্ত করার জন্য এমন অভিযোগ আনা হচ্ছে।”