Digha Hotel: রথযাত্রায় দিঘা যাচ্ছেন? কোথায় বুকিং করেছেন? ওল্ড দিঘা ও নিউ দিঘায় কোথায় কত হোটেল আছে জেনে নিন

Digha Hotel: ইতিমধ্যেই ৪০ থেকে ৫০টির কাছাকাছি হোটেলের বিরুদ্ধে লাগাতার অনিয়ময়ের অভিযোগ উঠেছে বলে খবর। কিন্তু দায় কার? যাঁরা সংগঠনের ছাতার বাইরে রয়েছে তাঁদের নিয়ন্ত্রণ করবে কে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Digha Hotel: রথযাত্রায় দিঘা যাচ্ছেন? কোথায় বুকিং করেছেন? ওল্ড দিঘা ও নিউ দিঘায় কোথায় কত হোটেল আছে জেনে নিন
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 25, 2025 | 6:25 PM

দিঘা: অনলাইনে দেখাচ্ছে একরাতের ভাড়া ২৫০০ টাকা। দিঘায় যেতেই তা বেড়ে হয়ে যাচ্ছে এক্কেবারে ৫ হাজার। অভিযোগটা উঠছিল বেশ কিছুদিন ধরেই। তৎপর হয়েছিল প্রশাসন। কিন্তু, এবার রথযাত্রা এগিয়ে আসতেই ফের মাথাচাড়া দিতে শুরু করেছে একই অভিযোগ। তাতেই মাথাব্যথা বেড়েছে প্রশাসন থেকে পুলিশ কর্তাদের। ওল্ড দিঘা ও নিউ দিঘা মিলিয়ে রয়েছে চারটি হোটেল সংগঠন। সদ্য নিউ দিঘা হোটেল অ্যাসোসিয়েশন, ওল্ড দিঘার দিঘা-শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন, দিঘা হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দিঘা মোহনা থানার পুলিশ। যে কোনও বেনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু, তারপরেও সিঁদুরে মেঘ দেখছেন পর্যটকদের বড় অংশ। 

হোটেলের হালহকিকত 

রথযাত্রা উপলক্ষে দিঘায় ২ লাখের বেশি ভক্ত সমাগম হতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। তার উপর সপ্তাহান্তে পর্যটকদের ভিড় থাকছেই। তাতেই ঘর পাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, দিঘায় মোট হোটেল রয়েছে প্রায় ১৬০০-র কাছাকাছি। তারমধ্যে ১২০০-র কাছাকাছি হোটেলের রেজিস্ট্রেশন রয়েছে এই চার সংগঠনের মধ্যে। বাকি দু’শোর কাছাকাছি হোটেলের সংগঠনে অন্তুর্ভূক্তির প্রক্রিয়া চলছে। কিন্তু, চার সংগঠনেরই ছাতার বাইরে রয়েছে প্রায় ২০০-র কাছাকাছি হোটেল। 

ইতিমধ্যেই ৪০ থেকে ৫০টির কাছাকাছি হোটেলের বিরুদ্ধে লাগাতার অনিয়ময়ের অভিযোগ উঠেছে বলে খবর। কিন্তু দায় কার? যাঁরা সংগঠনের ছাতার বাইরে রয়েছে তাঁদের নিয়ন্ত্রণ করবে কে? প্রশ্ন থেকেই যাচ্ছে। একইসঙ্গে হোটেলগুলিতে যে সংখ্যক ঘর রয়েছে তার মোট হিসাব করলেও ২ লাখের উপরে মানুষের জায়গা হওয়া কী সম্ভব সেই প্রশ্নও থেকে যাচ্ছে। যদিও প্রশাসনের বৈঠকে কোনওরকন কালোবাজারি রুখতে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। অমান্য করলে কড়া ব্যবস্থার কথাও বলা হচ্ছে। সোজা কথায় যে কোনও মর্মে রথযাত্রার আবহে দিঘার বদনাম রুখতে তৎপর প্রশাসন।