AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhupatingar Attack-NIA: হাতে গাছের ডাল, কোমরে কাপড় গুঁজে রণংদেহী মহিলারা, দেখুন ভূপতিনগরের সেই VIDEO

Bhupatingar Attack-NIA: শনিবার ভোরে অভিযুক্তদের সন্ধানে গ্রামে ঢুকেছিলেন এনআইএ অফিসাররা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। সেই সময়ই তাঁদের তল্লাশিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

| Edited By: | Updated on: Apr 06, 2024 | 1:29 PM
Share

ভূপতিনগর: মাত্র তিন মাস আগে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির ঠিক সামনে ইডি অফিসারদের ওপর আচমকা হামলা চালিয়েছিলেন গ্রামবাসীরা। সেই ঘটনার জল গড়ায় অনেক দূর। আপাতত ইডি-র হেফাজতেই রয়েছেন সেই শেখ শাহজাহান। সেই ঘটনায় হামলাকারীদের সামনের সারিতে দেখা গিয়েছিল মহিলাদের। আর এবার ভূপতিনগরে সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি। এখানেও সামনের সারিতে সেই মহিলারা। সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশ করা ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে রীতিমতো বচসা চলছে মহিলাদের। গ্রামের মহিলারা যে তাঁদের বাধা দেওয়া চেষ্টা করছেন, সেটা ভিডিয়ো থেকে স্পষ্ট।

শনিবার ভোরে মনোব্রত জানা ও বলাই মাইতি নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে এনআইএ। ২০২২ সালে ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তার তদন্তেই এই দুই তৃণমূল কর্মীর নাম উঠে আসে বলে এনআইএ সূত্রে খবর। তাঁদের নোটিস দিলেও হাজিরা দেননি তাঁরা। সেই কারণেই এদিন ভোরে তল্লাশি চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে মহিলারা হাতে বড় বড় গাছের ডাল নিয়ে রাস্তায় বসে পড়েছেন, কেউ দাঁড়িয়ে আছেন। কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আর মহিলারা একেবারে রণংদেহী মূর্তি নিয়ে কিছু বলছেন।

মনোব্রত জানার স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী বাড়িতে ঘুমোচ্ছিলেন, সেই সময় জোর করে ঘরের ভিতরে ঢুকে তাঁদের মারধর করা হয় ও তাঁর স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, এমন ঘটনাতেই ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। বেলা বাড়লেও উত্তেজনার পরিস্থিতি রয়েছে ভূপতিনগরে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন, পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে কেন গেল এনআইএ?