Bomb in Khejuri: শুভেন্দুর সভা শুরুর আগেই খেজুরিতে তাজা বোমা উদ্ধার, চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল
Bomb in Khejuri: বোমার দেখা মেলায় আতঙ্কিত গেঁসাই চক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও। বোমা দেখতে পাওয়া পরেই খবর গিয়েছে পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে খেজুরি থানার পুলিশ। তাঁরাই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

খেজুরি: শুভেন্দুর সভা শুরুর কয়েক ঘণ্টা আগে খেজুরিতে উদ্ধার তাজা বোমা। শোরগোল জেলার রাজনৈতিক মহলে। খেজুরির সভা নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে সভার অনুমতি পেয়েছে পদ্ম শিবির। এদিন বিকাল ৩টে থেকে খেজুরি ১ ব্লকের কামারদায় সভা ছিল শুভেন্দুর। কিন্তু, এরইমধ্যে গোরাহাট গোঁসাইচক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা। যা নিয়েই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা ওই এলাকা বোমাগুলি রেখে গেল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
এদিকে বোমার দেখা মেলায় আতঙ্কিত গেঁসাই চক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও। বোমা দেখতে পাওয়া পরেই খবর গিয়েছে পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে খেজুরি থানার পুলিশ। তাঁরাই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে বোমাগুলি ওই এলাকায় এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্কুলের লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। একইসঙ্গে শুভেন্দুর সভা শুরুর মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। শাসক তৃণমূলের দিকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
ঘটনায় এলাকার এক বিজেপি নেতা পবিত্র দাস বলেন, “রাজ্যের কী অবস্থা সবাই তো দেখছে। এর আগে আমি ৫ বার পুলিশকে অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগ করেছি। এখানে সন্ধ্যাবেলা হলেই বোমা ফেলা হয়। অশান্তির সৃষ্টি করা হয়। নাম দিয়ে অভিযোগ জানিয়ে এসেছি। তারপরও কিছু হয়নি। এখন প্রাইমারি স্কুল থেকে বোমা উদ্ধার হচ্ছে। এ নিয়ে আমাদের প্রতিবাদ চলবে।” অন্যদিকে খেজুরি দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল মিশ্র অবশ্য এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন। বলছেন, “গোঁসাইচকে তো পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে। তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। তাহলে ওখানে বোমাটা গেল কোথা থেকে? বিজেপি চক্রান্ত করার চেষ্টা করছে।”
