Soumendu Adhikari: ‘কাঁথি উপহার দেব মোদীজিকে’, বাবার কেন্দ্রে প্রার্থী হয়ে হুঙ্কার ছেলের

Kanishka Maity | Edited By: অংশুমান গোস্বামী

Mar 02, 2024 | 8:35 PM

Contai LokSabha Election Candidate: কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু। এ বার তাঁকে দেখা যাবে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী হিসাবে। সেখান থেকে জিতলে জীবনে প্রথম বার সাংসদ হওয়ার স্বাদ পাবেন শুভেন্দুর ছোট ভাই। প্রসঙ্গত, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। ২০০৯ সাল থেকেই সেখানকার সাংসদ তিনি।

Soumendu Adhikari: ‘কাঁথি উপহার দেব মোদীজিকে’, বাবার কেন্দ্রে প্রার্থী হয়ে হুঙ্কার ছেলের
সৌমেন্দু অধিকারী

Follow Us

কাঁথি: ২০২৪ সালের লোকসভার ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন রাজ্যে মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যের নাম। পশ্চিমবঙ্গের ২০টি আসনেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি আসনটি। ওই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে গেরুয়াশিবির। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই বেজায় খুশি সৌমেন্দু। নিজের উচ্ছ্বাসের কথা গোপন করেননি তিনি।

কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু। এ বার তাঁকে দেখা যাবে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী হিসাবে। সেখান থেকে জিতলে জীবনে প্রথম বার সাংসদ হওয়ার স্বাদ পাবেন শুভেন্দুর ছোট ভাই। প্রসঙ্গত, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। ২০০৯ সাল থেকেই সেখানকার সাংসদ তিনি। ২০১৯ সালেও তৃণমূলের টিকিটে জিতেছিলেন শিশির অধিকারী। সেই কেন্দ্রে এ বার বিজেপি প্রার্থী হচ্ছেন শিশির-পুত্র সৌমেন্দু।

লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই সৌমেন্দু বলেছেন, “আমিও এই মাত্র জানতে পারলাম। কাঁথি আসন আমরা মোদীজিকে উপহার দেব। প্রার্থী কে সেটা বড় কথা নয়। তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে। আমি বিজেপি-র সমস্ত কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। আজকে বেশ আনন্দের দিন। আমিও আশা করিনি। এত বড় সম্মান আমাকে বিজেপি দেবে। আমাদের সংগঠনে ভরসা আছে।”

Next Article