AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ৭ মাস পর ধৃত দাপুটে বিজেপি নেতা, চাঞ্চল্য

BJP Leader Arrest: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কর্মীর (TMC Worker Murder) খুনের ঘটনার সাত মাস পর সিআইডির (CID) হাতে গ্রেফতার দাপুটে বিজেপি নেতা (BJP Leader)।

Nandigram: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ৭ মাস পর ধৃত দাপুটে বিজেপি নেতা, চাঞ্চল্য
নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 8:40 PM
Share

নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কর্মীর (TMC Worker Murder) খুনের ঘটনার সাত মাস পর সিআইডির (CID) হাতে গ্রেফতার দাপুটে বিজেপি নেতা (BJP Leader)। বুধবার এই ঘটনাট ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। একুশের বিধানসভা নির্বাচনকালে নন্দীগ্রামে ভোটের আগে বয়ালে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। আঙুল উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবশেষে সাত মাস পর এই ঘটনায় পবিত্র কর নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ।

উল্লেখ্য, বিধানসভা ভোটের পরে বিজেপি কর্মী দেবব্রত মাইতিতে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে এই নন্দীগ্রামে। আবার তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে আঙুল ওঠে বিজেপির দিকে।

এই মামলাটির তদন্তভার নন্দীগ্রাম যায় সিআইডি-র হাতে। তার পরে এই গ্রেফতারি। অভিযুক্ত বিজেপি নেতার নাম পবিত্র কর নন্দীগ্রাম-১ ব্লকের বয়ালে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি-র আধিকারিকরা প্রতিবেশী রাজ্য ওড়িশার ভুবনেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে বলে খবর। বুধবার অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, ওই খুনের ঘটনায় সিআইডি এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভায় ভোট ছিল গত ১ এপ্রিল। গত ২৭ শে মার্চ সকালে ভোট প্রচার করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। তার পর ওই তৃণমূল কর্মীকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন লড়াইয়ের পরেও সুস্থ হয়ে ফিরতে পারেননি তৃণমূল কর্মী। এর পর গত ৯ এপ্রিল তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার মৃত্যু হয়।

এদিকে নিহত তৃণমূল কর্মীর স্ত্রী লক্ষ্মীরানি মান্না নন্দীগ্রাম থানায় এলাকার ওই দাপুটে বিজেপি নেতা সহ মোট ৩২ জনের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেছিলেন। নন্দীগ্রাম থানা থেকে সেই তদন্তের দায়ভার নেয় সিআইডি।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘নতুন নতুন ফ্লেভারের মদ আছে, কর্মসংস্থান নেই’, বিধানসভা ওয়াক আউট করে মন্তব্য শুভেন্দুর

তদন্তে নেমে বেশ কয়েক জনকে আগেই গ্রেফতার করেছে সিআইডি। ঘটনার পর বিজেপি নেতা পবিত্র কর এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন। অবশেষে সাত মাস পর প্রধান অভিযুক্ত গ্রেফতার হওয়ায় এলাকার রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও এখনও এ নিয়ে বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: Suvendu Adhikari and Dilip Ghosh: শুভেন্দুকে ঠেলে চেয়ারে বসিয়ে দিলীপ বললেন, ‘ওইটাই তো বিরোধী নেতার’