তমলুক: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের মধ্যেই তাঁর জন্য নির্দিষ্ট ছিল জেড ক্যাটেগরির নিরাপত্তা। কিন্তু অন্য রাজ্যে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পেতেন। তবে এবার জেড ক্যাটেগরির নিরাপত্তা গোটা দেশেই পাবেন নন্দীগ্রামের বিধায়ক।
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হল কেন? সূত্রের খবর, সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) শুভেন্দু অধিকারীর থ্রেট পারসেপশন রিপোর্ট তৈরি করেছে। যা তাঁর উপর বিদ্যমান বিপদ সম্পর্কে জানায়। এই রিপোর্টের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা ব্যবস্থার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য সফরের সময়ও জেড ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হবে। আরও বেশি নিরাপত্তারক্ষী থাকবেন তাঁর সঙ্গে। বুলেট প্রুফ গাড়ি থাকবে তাঁর কনভয়ে।
শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। বাংলায় বিজেপির অন্যতম মুখ। সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার জন্য তাঁর নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন অনুভব করেছে কেন্দ্রীয় সরকার। জেলায় জেলায় তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শাসকদলের নেতৃত্ব। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যে সমস্ত নেতৃত্ব এখনও পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলেন তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। সেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র। এমন একটি সময়ে তাঁর নিরাপত্তা বাড়ানো হল, এ রাজ্যে যখন রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বেড়ে চলেছে। এই সিদ্ধান্তের ফলে শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক কার্যকলাপে আরও নিশ্চিন্তে অংশ নিতে পারবেন বলে দলের একাংশের অভিমত।