AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Upper Primary Recruitment: নন্দীগ্রামে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, জানেন না খোদ জেলা সভাপতিও

Upper Primary Recruitment: বিজেপির প্রকাশ করা এই প্রার্থী তালিকা নিয়ে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দল তৃণমূলের।

Upper Primary Recruitment: নন্দীগ্রামে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, জানেন না খোদ জেলা সভাপতিও
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 7:41 PM
Share

নন্দীগ্রাম: চমক দিতে গিয়েই অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরের অন্দরে। নন্দীগ্রামে আচমকা প্রকাশ হয়ে গেল বিজেপির (BJP) প্রার্থী তালিকা। প্রকাশ্যে সেই তালিকা ঘোষণা করা হলেও খোদ জেলা সভাপতিই অন্ধকারে। আদি ও নব্য কোন্দলের ফলে এই তালিকা এভাবে প্রকাশ করা হয়েছে কটাক্ষ তৃণমূলের (TMC)। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বরাবরই রাজ্য রাজনীতির কেন্দ্রে থাকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার হটস্পট হয়ে উঠল সেই নন্দীগ্রাম। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে বসল বিজেপি। তারপরই কার্যত পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি আড়াআড়ি বিভক্ত, এমনটাই শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে।

নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বিজেপির জেলা সভাপতি। রাজ্য ও জেলা অনুমোদিত এই তালিকা যে ঘোষণা করা হবে, তা নাকি জানা ছিল না খোদ জেলা সভাপতিরই।

রবিবার হরিপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির কর্মী সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনের নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল। তাঁর এই বক্তব্য ঘিরে বিজেপির অন্দরে ব্যাপক কৌতুহল শুরু হয়েছে। জেলা বিজেপির সভাপতির বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পাল্টা জবাব দিয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেসও।

এদিন TV9-এর মুখোমুখি হয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘প্রার্থী তালিকা অনুমোদন হয়েছে। ঘোষণা করার কথা বলা হয়নি। কেন প্রার্থী তালিকা ঘোষণা করলেন, তা ওঁরাই বলতে পারবেন। রাজ্য নির্দেশ দিয়েছে, জেলাগুলিকেই ঘোষণা করতে হবে। এদিন যে ঘোষণা করা হবে, তা আমার জানা ছিল না বলেই দাবি। এই বিষয় যদি রাজ্য নেতৃত্ব জানতে চান, তাহলে ওঁরা উত্তর দেবেন। আমার কাছে যদি রাজ্য নেতৃত্ব জানতে চান, আমি আমার মতো করে উত্তর দেব।’

এদিকে, বিজেপির প্রকাশ করা এই প্রার্থী তালিকা নিয়ে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দল তৃণমূলের। তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযুষ কান্তি ভুঁইয়া বলেন, এটা কোনও নতুন ঘটনা নয়। বিজেপি প্রার্থী তালিকা দেখলাম। সেখানে আদি বিজেপিরা বাদ, নব্য বিজেপিদের নাম আছে। তাঁর দাবি, আগে যাঁরা অটলবিহারী বাজপেয়ীকে দেখে বিজেপি করতেন তাঁরা আজকের দিনে আর নেই।। বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারী বরাবরই এরকম কাজকর্ম করেন, নতুন কোনও ঘটনা নয়।

এদিকে বামেদের দাবি, ভয় পাচ্ছে বিজেপি। একের পর এক সমবায় সহ হলদিয়া ডক ও সাগরদিঘি নির্বাচনের ফল প্রকাশের পর বামেদের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে দাবি করেছেন সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক। তিনি বলেন, ‘সিপিএমের প্রতি আস্থা বাড়ছে। আর তা দেখেই ভয় পেয়েছে বিজেপি। তাই নন্দীগ্রামে আগে ভাগে জল মেপে নিচ্ছে।’