Kolaghat: কোলাঘাটে দাদুকে খুনের অভিযোগ ‘নেশাগ্রস্ত’ নাতির বিরুদ্ধে, আটক ৩

Deadbody Recover: শূলনী গ্রামের বাড়ি থেকে আজ সকালে বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম পতিত পাবন সেনাপতি (৮৫)। তাঁর স্ত্রী বছর পচাত্তরের চম্পারানি সেনাপতিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগ, বৃদ্ধের নাতি অসীম সেনাপতিই এই কাণ্ড ঘটিয়েছে।

Kolaghat: কোলাঘাটে দাদুকে খুনের অভিযোগ 'নেশাগ্রস্ত' নাতির বিরুদ্ধে, আটক ৩
বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের দেহImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 6:01 PM

কোলাঘাট: বৃদ্ধ দাদুকে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন বৃদ্ধের স্ত্রীও। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকায়। সেখানে শূলনী গ্রামের বাড়ি থেকে আজ সকালে বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম পতিত পাবন সেনাপতি (৮৫)। তাঁর স্ত্রী বছর পঁচাত্তরের চম্পারানি সেনাপতিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগ, বৃদ্ধের নাতি অসীম সেনাপতিই এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত নাতি ও তার স্ত্রী-সহ মোট তিন জনকে আটক করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোলাঘাট বিট হাউজ় থানার পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, অসীম সেনাপতি নামে ওই ব্যক্তি গতকাল গভীর রাতে বাড়িতে ঢুকেছিল। বৃদ্ধের নাতি তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। নেশাগ্রস্ত অবস্থায় অসীম তার দাদু ও ঠাকুমাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ভারী কোনও বস্তু দিয়ে তাঁদের মাথায় আঘাত করে। সেই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। গুরুতর চোট নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরেই পড়ে ছিলেন বৃদ্ধের স্ত্রী। আজ সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশীরাই বৃদ্ধাকে উদ্ধার করে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।

খবর দেওয়া হয় পুলিশেও। কোলাঘাট বিট হাউজ় থানার পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের দেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। ইতিমধ্যেই অভিযুক্ত ওই নাতি-সহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এদিকে বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বৃদ্ধ দম্পতিকে এর আগেও একাধিকবার মারধর করেছে ওই যুবক।