
কাঁথি: হাতে আর বেশি দিন নেই। তারপরই তো রথযাত্রা। আর এই প্রথম দিঘার জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে রথযাত্রা। সেই উপলক্ষ্যে বুধবারই দিঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এক নজর দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো।
আজ পূর্ব মেদিনীপুরে তিনদিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রবেশদ্বার কোলাঘাট, রাধামনি,নন্দকুমার,বাজকুল, এলাকায় উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। তারপর সোজা এসে ওঠেন মারিশদা থানায়। মিনিট পাঁচেক ছিলেন সেখানে। এরপর সেখান থেকে বেরিয়ে পড়েন।
এ দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর পেয়ে রাস্তায় দু’ধারে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে। দাঁড়িয়েও যান অনেকে। জনতার ভিড় থেকে একনেতার নামে আবার কেউ কেউ নালিশও করেন মুখ্যমন্ত্রীর কাছে বলে খবর। সেখান থেকে বেরিয়ে সোজা আসেন অধিকারীদের খাসতালুক কাঁথিতে। কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় ইন্দিরা মূর্তির পাশে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী।
শেষবার মুখ্যমন্ত্রীকে তেইশের নির্বাচনে কাঁথিতে হাঁটতে দেখা গিয়েছিল। আজ ফের হাঁটেন সেখানে। রাস্তায় ধারে বহু মানুষ একবার দেখার আশায় দাঁড়িয়েছিলেন বহুক্ষণ। স্কুল পড়ুয়া থেকে কর্মী সমর্থক বাঁধভাঙা উচ্ছাস নজরে পড়ে অধিকারীদের শহরে। পরে কাঁথি থেকে আসার পথে অখিল গিরিকে সঙ্গে নিয়ে রামনগরের পদযাত্রা করেন। সোজা দিঘায় এসে গেস্ট হাউসে প্রবেশ করেন।