AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Contai: কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি

Contai: নানা শিবির টানা টানির পর শেষ পর্যন্ত বর্ষীয়ান কাউন্সিলর সুবল মান্নাকে চেয়ারম্যান করার নির্দেশ আসে রাজ্য থেকে। সাংসদ শিশির অধিকারীর স্তুতি ও ওঁকে 'গুরুদেব' বলে সম্বোধন করার পর ওই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় চরম বিতর্ক ।

Contai: কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি
সুপ্রকাশ গিরি Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 2:03 PM
Share

পূর্ব মেদিনীপুর: কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি। ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। রাজনৈতিক মহলের প্রশ্ন, অধিকারী জমানার ইতি কি হতে চলেছে কাঁথি পৌরসভায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তাঁর পুরনো সৈনিক অখিল গিরির প্রতি আস্থা প্রকাশ করেন।

অধিকারীদের খাস তমলুক কাঁথি পৌরসভার নির্বাচন হয়। যদিও সেই নির্বাচন নিয়ে না না প্রশ্ন তুলেছিল পদ্ম শিবির। পৌর নির্বাচনের ফলাফল ছিল এমন ২১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৭টি আসন, বিজেপি ৩টি আসন, আর নির্দল ১টি আসন পায়। তৃণমূল জয়লাভ করার পর ও দলের অন্দরে ছিল বিস্তর জলঘোলা। কে হবে কাঁথির প্রথম নাগরিক!

নানা শিবির টানা টানির পর শেষ পর্যন্ত বর্ষীয়ান কাউন্সিলর সুবল মান্নাকে চেয়ারম্যান করার নির্দেশ আসে রাজ্য থেকে। সাংসদ শিশির অধিকারীর স্তুতি ও ওঁকে ‘গুরুদেব’ বলে সম্বোধন করার পর ওই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় চরম বিতর্ক । জল গড়ায় রাজ্য ও পৌর ও নগর উন্নয়ন দফতর পর্যন্ত। চরম বিড়ম্বনায় পড়ে দল। অগত্যা দলের অস্বস্তি ঢাকতে রাজ্যের নির্দেশ দেয় পদত্যাগ করার। সেই নির্দেশ অমান্য করে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে অনৈতিক ভাবে তাঁকে সরানো নিয়ে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হন তিনি।

যদিও সমগ্ৰ বিষয় কোর্টের পর্যবেক্ষণ আসার আগেই ১৬ কাউন্সিলের সম্মতিক্রমে সুবলের বিরুদ্ধে অনাস্থা পাস হয়ে যায়। এবার চেয়ারম্যান অপসারণ হওয়ার পর উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি দায়িত্ব সামলাচ্ছিলেন পৌরপ্রধানের। স্থায়ী পুরপ্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা হচ্ছে। ব্যহত হচ্ছে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও।

বিশেষ সূত্রে খবর যে, এই সব সমস্যা ও স্থায়ী পৌরসভার প্রধান বাছতে রাজ্যের নির্দেশে বৃহস্পতিবার কাঁথি পৌরসভার পক্ষে ভাইস ২১ কাউন্সিলর কেই চিঠি করেছে তলবি সভায়।