Cow smuggling case: শিবমন্দিরের সামনে শুয়ে থাকা ষাঁড় চুরির চেষ্টা দুষ্কৃতীদের, রুখতে গিয়ে প্রাণ গেল একজনের, আহত দুই পুলিশ
Purba Medinipur: নন্দীগ্রামে পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু ষাঁড় ঘোরাঘুরি করছিল। স্থানীয় সূত্রে খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই দুষ্কৃতীরা এসে এলাকা থেকে সেই ষাঁড় তুলে নিয়ে চলে যাচ্ছিল।

নন্দীগ্রাম: নন্দীগ্রামে আক্রান্ত পুলিশ। গরু পাচার আটকাতে গিয়ে গুরুতর আহত দুই পুলিশ কর্মী। প্রাণ চলে গেল পুলিশের গাড়ি চালকের। জখম দুই আধিকারিককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁদের।
নন্দীগ্রামে পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু ষাঁড় ঘোরাঘুরি করছিল। স্থানীয় সূত্রে খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই দুষ্কৃতীরা এসে এলাকা থেকে সেই ষাঁড় তুলে নিয়ে চলে যাচ্ছিল। স্থানীয়দের দাবি, বুধবার ভোর রাতের দিকে এলাকার শিব মন্দিরের সামনে একটি ষাঁড় শুয়েছিল। অভিযোগ, সেটিকে চুরির মতলব করেছিল দুষ্কৃতীরা। ডাম্পারে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টহলরত পুলিশকর্মীরা।
পুলিশকে আসতে দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাম্পারটি। তখন পুলিশের গাড়ির চালক বুদ্ধি করে গলির মোড়ে গাড়িটিকে আড়াআড়িভাবে দাঁড় করায়। অভিযোগ, সেই সময় ডাম্পারটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন পুলিশের গাড়ির চালক ও দুই কর্মী। তাঁদের উদ্ধার করে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওই পুলিশ কর্মীকে। মৃতের পরিবারের এক সদস্য বলেন, “একটা লরি ষাঁড় চুরি করতে এসেছিল। তাদেরকে ধরতে গিয়ে ওই লরিটা ধাক্কা মারে। তখনই মারা যায়। পুলিশের গাড়ির ভিতরে আরও দুজন অফিসার ছিলেন।”

