Nandigram: যত কাণ্ড নকল আংটি ঘিরে, নন্দীগ্রামে প্রাণ গেল ব্যক্তির
Nandigram: মৃত আশিসের একটি পান-বিড়ির দোকান রয়েছে। মদও বিক্রি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ রাজুর বাড়ি ভেটুরিয়ায়। জানা গিয়েছে, রাতে মদ খেতে এলে তাঁর কাছে টাকা না থাকায় সোনার একটি আংটি জমা রাখেন শেখ রাজু।

নন্দীগ্রাম: রাস্তার ধার থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। গতকাল গভীর রাতে নন্দীগ্রাম দুই ব্লকের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেয়াখালি বাজার সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম আশিস গুড়িয়া(৩৮)। মৃত ব্যক্তিকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। অভিযুক্তের নাম শেখ রাজু। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের বাবা।
মৃত আশিসের একটি পান-বিড়ির দোকান রয়েছে। মদও বিক্রি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ রাজুর বাড়ি ভেটুরিয়ায়। জানা গিয়েছে, রাতে মদ খেতে এলে তাঁর কাছে টাকা না থাকায় সোনার একটি আংটি জমা রাখেন শেখ রাজু। পরে জানা যায় ওই আংটি নকল। কেউ কেউ আবার বলছেন, ওই আংটি জমা রেখে আশিসের কাছ থেকে টাকা নিয়েছিলেন রাজু। পরে ওই আংটি নকল জানার পর এই নিয়ে ২ জনের বচসা বাধে।
গতকাল গভীর রাতে স্থানীয় কয়েকজন রাস্তা দিয়ে যাওয়ার পথে আশিসের মোটরবাইক পড়ে থাকতে দেখেন। পাশেই পড়েছিলেন আশিস। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে মৃত ব্যক্তির বাবা অমলেন্দু গুড়িয়া বলেন, “আমার একমাত্র ছেলে। রাজু নকল আংটি দিয়েছিল। আমার ছেলে বলেছিল, আংটি নিয়ে যা, টাকা দিয়ে যা। আমি অভিযুক্তর চরম শাস্তি চাই।”

কান্নায় ভেঙে পড়েন মৃতের বাবা
তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ কাজিহার বলেন, “উপকারী ছেলে ছিল আশিস। কেউ বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করত। কোনও সুদ নিত না। পরে শুধু টাকা ফেরত দিলেই হত।” অভিযুক্তের কড়া শাস্তি চাইলেন তিনি। যদিও বিজেপির অভিযোগ, এলাকায় অবৈধ মদের দোকান ও পুলিশের তোলা আদায়ের ফলেই এই ঘটনা।

