AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dheu Sagar: ঢেউ সাগর পার্ক ভাঙার ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Dheu Sagar: মন্দারমণি উপকূলে অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি মামলার নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় পরিবেশ আদালতের আদেশ কার্যকর করার ওপর এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

Dheu Sagar: ঢেউ সাগর পার্ক ভাঙার ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ঢেউ সাগরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 12:10 AM
Share

পূর্ব মেদিনীপুর: নিউ দিঘার ঢেউ সাগর পার্ক ভাঙার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। উপকূল বিধি ভঙ্গের অভিযোগে ৩ মাসের মধ্যে দিঘার ঢেউ সাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা- সহ এলাকাটিকে পূর্বের অবস্থায় পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। গত ২৯ জানুয়ারির ওই আদেশ কার্যকরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩০ জুন পর্যন্ত।

মন্দারমণি উপকূলে অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি মামলার নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় পরিবেশ আদালতের আদেশ কার্যকর করার ওপর এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ বিবেচনার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে। সিআরজেড অর্থাৎ উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের সীমা সংক্রান্ত ভ্রান্তির কথা উল্লেখ করে জাতীয় পরিবেশ আদালতের আদেশ বিবেচনার আবেদন হাইকোর্টের কাছে জানানো হয়েছিল রাজ্যের তরফে।

প্রসহ্গত, ২০২০ সালে এই প্রকল্পের কাজ শুরু করে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।  ‘ঢেউ সাগর’ থিম পার্কে বিভিন্ন রাইড এবং সুবিধা রয়েছে, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে ওঠে।  কিন্তু ভারতের জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)-এর পূর্বাঞ্চলীয় বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, এই পার্কটি তৈরি করতে গিয়ে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভঙ্গ হয়েছে। মন্দারমণির শতাধিক হোটেল ভাঙার পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘ঢেউ সাগর’-ও ভেঙে ফেলতে হবে। সেই নির্দেশ এবার স্থগিতাদেশ।