
কলকাতা: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই বড় চমক। মন্দিরে হাজির দিলীপ ঘোষ। রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলেই দিঘায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন দুপুরে রীতি মেনে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। পুরীর দৈতাপতি ও ইসকনের রাধারমণ দাসকে নিয়ে মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাজির রাজ্যের এই বিজেপি নেতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই তৈরি হয়েছে দিঘার এই জগন্নাথ মন্দির। কিন্তু এই মন্দির নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলের নেতাদের একাংশ। মন্দির তৈরির বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারের টাকায় এভাবে মন্দির করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই মন্দিরে হাজির হয়ে কার্যত চমক দিয়েছেন দিলীপ ঘোষ।
মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন। দিঘার মন্দিরে যেতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর এই বক্তব্যে জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। আর বুধবার দেখা গেল সস্ত্রীক সেখানে গেলেন তিনি। তাঁকে মন্দিরে অভ্যর্থনা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন কুণাল ঘোষও।
উল্লেখ্য, মঙ্গলবারই মুর্শিদাবাদে গিয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, কার টাকায় মন্দির তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তবে এদিন তাঁর উপস্থিতি রাজ্য রাজনীতির এক নতুন ছবি তুলে ধরেছ।