AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: শুভেন্দুর জেলায় একই দিনে বদল জেলাশাসক ও পুলিশ সুপার

Purba Medinipur: মঙ্গলবার পৃথকভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুই উচ্চপদস্থ আধিকারিকের রদবদল করা হয়েছে। পুরনো দুই অফিসারের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই বদলি রুটিন বলে উল্লেখ করেছে রাজ্য।

Purba Medinipur: শুভেন্দুর জেলায় একই দিনে বদল জেলাশাসক ও পুলিশ সুপার
নতুন জেলাশাসক (বাঁদিকে) ও নতুন পুলিশ সুপার (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 11:06 AM
Share

পূর্ব মেদিনীপুর: একই দিনে বদলে গেল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় আসছেন দুই নতুন অফিসার। মঙ্গলবারই রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রুটিন বদলি বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। দুই অফিসারই প্রায় তিন বছর ধরে এই জেলায় ছিলেন। বিভিন্ন সময় তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন তিনি। বদলি করা হয়েছে গ্রামীণ কাঁথির অতিরিক্ত পুলিশ সুপারকেও।

মঙ্গলবার পৃথকভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুই উচ্চপদস্থ আধিকারিকের রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি। তাঁকে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দায়িত্বে বহাল করা হয়েছে। অন্যদিকে, পূর্ব বর্ধমানের জেলাশাসক পদ থেকে বিপর্যয় মোকাবিলা বিভাগের বিশেষ সচিব পদে সুপারিশ করা হয়েছে প্রিয়াঙ্কা সিংলাকে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের দায়িত্বে আসছেন তানভীর আফজল। তিনি ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ সচিব।

এদিকে, গ্রামীণ হুগলির অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পদে আনা হল সৌম্যদীপ ভট্টাচার্যকে। গত প্রায় তিন বছর ধরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে ছিলেন অমরনাথ। তাঁকে বদলি করা হয়েছে কৃষ্ণনগরের পুলিশ সুপার পদে। এছাড়া গ্রামীণ কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলাকে বদলি করে পাঠানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডি সি পদে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্য পুলিশের বিভিন্ন পদেই রদবদল হয়েছে। বদলি করা হয়েছে ৩১ জন আইপিএস অফিসারকে। একাধিক জেলার পুলিশ সুপারের বদলির নির্দেশ এসেছে।