AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোয়াইন ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের তারকা প্রার্থী সোহম

সম্প্রতি H1N1-এর পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য একটি নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই নির্দেশিকাতেই ভাইরাস জনিত রোগে নজরদারির অভাবের কথা স্বীকার করে নেয় স্বাস্থ্য ভবন।

সোয়াইন ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের তারকা প্রার্থী সোহম
সোহম।
| Updated on: Mar 20, 2021 | 2:52 PM
Share

কলকাতা: সোয়াইন ফ্লু (Swine Flu) আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল তাঁর।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই ময়দানে নেমে চুটিয়ে প্রচার করছেন টলিপাড়ার এই তারকা। এরইমধ্যে গত বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহম। রাতে জ্বর আসে। শুক্রবার সকাল থেকে শরীর আরও খারাপ হয়ে পড়ে তাঁর। নিয়ে আসা হয় কলকাতায়।

বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তড়িঘড়ি বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়। শনিবারই চিকিৎসকরা জানান, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে। আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে। ফলে ভোট প্রচার আপাতত বন্ধ বলেই মনে করা হচ্ছে।

যদিও সোহমের কেন্দ্র চণ্ডীপুরে ভোটগ্রহণ দ্বিতীয় দফায়, ১ এপ্রিল। তাই প্রচারের জন্য আরও কিছুটা সময় হাতে পাবেন তিনি। সূত্রের খবর, নাম ঘোষণার পর থেকেই চণ্ডীপুরে থাকছিলেন সোহম। বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করছিলেন। ২১ মার্চ তাঁর সমর্থনে চণ্ডীপুরে সভাও করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন: বাংলার দল একমাত্র বিজেপিই! কেন, তার ব্যাখ্যা দিলেন মোদী

সম্প্রতি H1N1-এর পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য একটি নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই নির্দেশিকাতেই ভাইরাস জনিত রোগে নজরদারির অভাবের কথা স্বীকার করে নেয় স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য পরিষেবার সব অভিমুখ কোভিড হ‌ওয়ার কারণেই যে এই ছবি, বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়। তখন থেকেই চাপানউতর চলছিল, এবার কী তবে করোনার পাশাপাশি সোয়াইন ফ্লু-এর দাপটও বাড়বে। তৃণমূলের এই প্রার্থীর অসুস্থতা সে উদ্বেগ খানিক বাড়িয়ে তুলল।