Egra Municipality: শুভেন্দুর জেলায় তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার, পুলিশ সুপার বললেন…

Egra Municipality Chairman arrested: কিছুদিন আগে চেয়ারম্যানের পদ থেকে স্বপন নায়েককে ইস্তফার নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতৃত্ব।  দলীয় সেই নির্দেশ অমান্য করেন তিনি। তারপর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের ৬ কাউন্সিলর। গত ২১ ডিসেম্বর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু, ওইদিন ভোর সাড়ে ৪টায় চেয়ারম্যানের পৌরসভায় ঢোকা নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ফাইল লোপাট করতেই ভোরে পৌরসভায় ঢুকেছেন চেয়ারম্যান।

Egra Municipality: শুভেন্দুর জেলায় তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার, পুলিশ সুপার বললেন...
স্বপন নায়েক (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 03, 2026 | 9:50 AM

এগরা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূলের পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করল পুলিশ। সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হল এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ককে। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, শনিবার ধৃত এগরা পৌরসভার চেয়ারম্যানকে আদালতে তোলা হবে। কিছুদিন আগে স্বপন নায়েকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন কয়েকজন তৃণমূল কাউন্সিলর। তারপর এই গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। 

পুলিশ জানিয়েছে, গত ২০ ডিসেম্বর এগরা-১ ব্লকের বিএলআরও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে জানানো হয়, সরকারি মালিকানাধীন ‘খতিয়ান ১’-এর অন্তর্ভুক্ত জমি কোনওরকম উপযুক্ত সরকারি অনুমোদন ছাড়াই এবং একটি আন-রেজিস্টার্ড বা নথিহীন দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এই অবৈধ প্রক্রিয়ার ফলে সরকারি রাজস্বের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

এই মামলার তদন্তে নেমে শুক্রবার পুলিশ স্বপন নায়ককে গ্রেফতার করে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন, “এগরা-১ এর বিএলআরও গত ২০ ডিসেম্বর একটি অভিযোগ দায়ের করেছিলেন। অবৈধভাবে সরকারি জমি লিজ দেন। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এগরা পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।” এই ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগে চেয়ারম্যানের পদ থেকে স্বপন নায়েককে ইস্তফার নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতৃত্ব।  দলীয় সেই নির্দেশ অমান্য করেন তিনি। তারপর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের ৬ কাউন্সিলর। গত ২০ ডিসেম্বর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু, ওইদিন ভোর সাড়ে ৪টায় চেয়ারম্যানের পৌরসভায় ঢোকা নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ফাইল লোপাট করতেই ভোরে পৌরসভায় ঢুকেছেন চেয়ারম্যান। এগরা থানায় অভিযোগ জানান। তারপর ভোটাভুটি স্থগিত হয়ে যায়। আর এবার সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া নিয়ে অভিযোগে গ্রেফতার করা হয় স্বপন নায়েককে।