Egra: বাংলায় বসে শিক্ষক চালছিল চাল, খবর পেয়েই সামসের আলমকে তুলে নিয়ে গেল পুলিশ
Egra: অভিযোগ, ওই শিক্ষক নিজের সামাজিক মাধ্যমে একাধিকবার 'পাকিস্তান জিন্দাবাদ', 'ভারতের অবস্থা খারাপ', এইভাবে বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করতে থাকেন। বিষয়টি নজরে আসে অনেকের।

পূর্ব মেদিনীপুর: ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি। তার মধ্যে বাংলায় বসে ভারত বিরোধী পোস্ট। নিজের সামাজিক মাধ্যমে ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং পাকিস্তান সম্পর্কিত অনেক পোস্ট করায় এক প্রাথমিক শিক্ষককে আটক করে এগরা থানা পুলিশ। এবং সেই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এগরা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সন্দেহজনক ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করা হচ্ছে ।
অভিযোগ, ওই শিক্ষক নিজের সামাজিক মাধ্যমে একাধিকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘ভারতের অবস্থা খারাপ’, এইভাবে বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করতে থাকেন। বিষয়টি নজরে আসে অনেকের। তাঁরা থানায় ওই শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, শিক্ষকের নাম সামশের আলম খান। তিনি এগরার বাথুয়াড়ির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ি এগরা থানার বাসুদেবপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে আটক করেন। কেন তিনি এই ধরনের পোস্ট করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই শিক্ষকের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে, তারপর তাঁকে আটক করা হয়।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে। সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করার অভিযোগ। এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার ওপরে দাঁড় করিয়ে কানধরে উঠবোস করিয়ে প্রশাসনের হাতে তুলে দেন স্থানীয় বিজেপি কর্মীরা। ধৃত যুবক ইমরান শেখ ওরফে সম্রাটকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।





