
দিঘা: স্বাধীনতা দিবসের আগে পুরীর মন্দিরে সন্ত্রাসী হামলার ছক। জগন্নাথ দেবের এই মন্দিরকে ধ্বংস করার হুমকি দেওয়া হয়েছে। পুরীর মন্দিরের এই খবর ছড়িয়ে পড়তেই এবার সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও। আরও জোরদার করে দেওয়া হয়েছে দিঘার মন্দিরের নিরাপত্তা।
জানা যাচ্ছে, বুধবার জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে কেউ বা কারা ওড়িয়া ভাষায় হুমকি দিয়ে লিখে রেখেছে। বড় বড় অক্ষরে লেখা ছিল,’জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে’। সেই লেখা নজরে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশে।
এ দিকে, পুরী মন্দিরে হুমকির সেই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের পক্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দিঘায়। ইতিমধ্যে দিঘা থানা, মোহনা থানা ও জগনাথধাম ফাঁড়িকে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। এমনি সময় যে নিরাপত্তা দেখা যায়, তার থেকেও বেশি নিরাপত্তা দেখা যাচ্ছে।
অপরদিকে, পুরীর দেওয়ালে লেখা নিয়ে পুলিশ ইতিমধ্যেই একজন যুবককে আটক করেছে বলে জানা যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুই কি ওই যুবক ছিলেন নাকি সঙ্গে আরও কেউ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে প্রশাসন।