Purba Medinipur: খাদিকুলের আকাশে নেই দিপাবলীর আলোর রোশনাই, স্বজনহারাদের উঠোনে শুধুই প্রদীপের নিস্তব্ধতা
Purba Medinipur: জেলা পুলিশ সূত্রে খবর, বিগত ৪ মাসে কাঁথি মহকুমায় প্রায় ১২ টন নিষিদ্ধ বাজি তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে। এরমধ্যে সিংহভাগ অভিযান চলেছে এগরা,পটাসপুর,ভূপতিনগর, খেজুরিতে। শুধু গত এক মাসে ৭০০০ কেজির ও বেশি বাজি ও কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ।
খাদিকুল: দিনটা ছিল চলতি বছরের ১৬মে। আর পাঁচটা দিনের মতো সেদিনও এগরা বিধানসভার সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামেও নেমেছিল দুপুরের নিস্তবদ্ধতা। কিন্তু, মাঝে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল গোটা রাজ্যে। এলাকারই এক বেআইনি বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১২ জনের। ঘটনায় লেগেছিল রাজনীতির রঙও। দিপাবলীর রোশনাইয়ে যখন সেজে উঠছে গোটা রাজ্য, সেখানে এখনও যেন বিষাদের মেঘ ঢেকে রেখেছে খাদিকুলকে। খাদিকুলের আকাশে আর দেখা যাচ্ছে না আলোর রোশনাই, ফাটছে না শব্দবাজি। আলোর উৎসবে স্বজনহারাদের উঠোনে শুধুই প্রদীপের নিস্তব্ধতা।
জেলা পুলিশ সূত্রে খবর, বিগত ৪ মাসে কাঁথি মহকুমায় প্রায় ১২ টন নিষিদ্ধ বাজি তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে। এরমধ্যে সিংহভাগ অভিযান চলেছে এগরা,পটাসপুর,ভূপতিনগর, খেজুরিতে। শুধু গত এক মাসে ৭০০০ কেজির ও বেশি বাজি ও কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মী পুজোর দিন কোলাঘাট থানার পয়াগ গ্রামে এক বাজী ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় কোলাঘাট থানার বিশাল পুলিশ। গোডাউনে ঢুকতেই চোখ কপালে উঠে যায় পুলিশের। ১০ কুইন্টালের বেশি আতসবাজী ও বাজি তৈরির মশলা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, এই সমস্ত বাজি ও কাঁচামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযানে নামে নন্দকুমার থানাও। সম্প্রতি খঞ্চি গ্রামে একটি বাড়ি থেকে প্রায় ২০ কুইন্টাল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খাদিকুলের ঘটনার পর মোটের উপর গোটা জেলাতেই নিষিদ্ধ বাজি দমনে তৎপরতা বাড়িয়েছে জেলা পুলিশ। খাদিকুলের স্বজনহারা পরিবারের সদস্যরা আর চাইছেন না এলাকায় কোনও বাজি কারখানা হোক। একই মত তাঁদেক পাড়া-প্রতিবেশীদের। সকলের মুখে একটাই কথা, আর চাই না কোনও মৃ্ত্যু।