AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram police station: বিজেপি ভর করেছে! খোঁচা তৃণমূলের, শুভেন্দুর নাম জড়াতেই রাতারাতি বদলে গেল নন্দীগ্রাম থানার আইসি

Nandigram police station: পরপর দুটি খুনের ঘটনার পর সরানো হল নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে। তৃণমূলের অভিযোগ, অনুপম মণ্ডলের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর যোগসাজস রয়েছে। এছাড়া আরও একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Nandigram police station: বিজেপি ভর করেছে! খোঁচা তৃণমূলের, শুভেন্দুর নাম জড়াতেই রাতারাতি বদলে গেল নন্দীগ্রাম থানার আইসি
অনুপম মণ্ডল (বাঁদিকে), তুহিন বিশ্বাস (ডানদিকে)
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 5:01 PM
Share

নন্দীগ্রাম: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সরানো হল নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল। তাঁকে পাঠানো হল জেলার আইবি-তে। আপাতত থানার দায়িত্বে থাকছেন ডিএসপি তুহিন বিশ্বাস। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনার পরই আইসিকে সরানোর কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বুধবার রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহাদেব শ্রীসাই (বিল্লা) নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। বৃন্দাবনচক ২৫৩ নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন মহাদেব। সাতেঙ্গাবাড়ি এলাকায় ওই তৃণমূল কর্মীর একটি ছোট কাঠের স্টল রয়েছে। তাঁর দোকানের সামনেই পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর আগে নন্দীগ্রামেই শ্রীকান্ত মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল।

পরপর দুটি খুনের ঘটনার পর সরানো হল নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে। তৃণমূলের অভিযোগ, অনুপম মণ্ডলের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর যোগসাজস রয়েছে। এছাড়া আরও একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার জেরেই তাঁকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলা আইবি-তে পাঠানো হয়েছে অনুপম মণ্ডলকে। জানা গিয়েছে, তাঁর জায়গায় আপাতত থানার দায়িত্বে থাকছেন প্রাক্তন আইসি তথা বর্তমান ডিএসপি তুহিন বিশ্বাস। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে কে আসবেন, তা এখনও পরিষ্কার নয়। এদিন পুলিশের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রাম থানার আইসি-কে আইবি-তে পাঠানো রুটিন বদলি।

এদিকে, তৃণমূল কর্মী খুনের ঘটনায় এদিন উত্তপ্ত নন্দীগ্রাম। এদিন সকাল ১০টা নাগাদ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবি জানান। নন্দীগ্রাম বিধানসভাজুড়ে সারাদিন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।