TMC: একই সমবায় নির্বাচনে দুটি প্রার্থী তালিকা তৃণমূলের, ফের কি গিরি-বারিক দ্বন্দ্ব?

Kanishka Maity | Edited By: সঞ্জয় পাইকার

Mar 12, 2025 | 2:32 PM

TMC: অখিল গিরি ও উত্তম বারিকের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে। আগামী ২৩ মার্চ এই সমবায় সমিতিতে নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

TMC: একই সমবায় নির্বাচনে দুটি প্রার্থী তালিকা তৃণমূলের, ফের কি গিরি-বারিক দ্বন্দ্ব?
সমবায় নির্বাচন ঘিরে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঁথি: কাঁথি সমবায় ব্যাঙ্কের পর আবার প্যানেল নিয়ে ঠান্ডা লড়াই অখিল গিরি ও উত্তম বারিকের। জুনপুট এলাকায় দক্ষিণ পাইকবাড় সমবায়ের নির্বাচনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর তরজা প্রকাশ্যে এসেছে। যাকে ঘিরে শাসকদলের অন্দরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই নিয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি।

কিছুদিন আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটি গঠন নিয়ে তৃণমূলের দুই বিধায়কের মধ্যে দ্বন্দ্ব থামাতে দলের শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছিল। অখিল গিরি গোষ্ঠীর সঙ্গে উত্তম বারিক গোষ্ঠীর লড়াই থামাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয়। তারপর সেই দ্বন্দ্ব মেটে।

আবারও অখিল গিরি ও উত্তম বারিকের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে। আগামী ২৩ মার্চ এই সমবায় সমিতিতে নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আলাদারপুটে অবস্থিত এই সমবায় সমিতির ভোটার সংখ্যা ৮ হাজারেরও বেশি। সমিতির মোট আসন ৪৪টি। এর মধ্যে তিনটি সংরক্ষিত আসন। সমবায় সমিতির ২(ক) ও ১(গ) নম্বর নির্বাচনী ক্ষেত্র এলাকায় দুটি প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক তরজা বাড়ছে। দুটি প্রার্থী তালিকার পোস্টার পড়েছে। বিজেপির সঙ্গে গোপন আঁতাতেরও অভিযোগ উঠেছে। এই নিয়ে ফরিদপুরে তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে অঞ্চল তৃণমূল নেতৃত্ব। সেখানে অঞ্চল তৃণমূল সভাপতি বাবুলাল গিরি, পঞ্চায়েত প্রধান মুকুলরঞ্জন মাইতিরা জানান, আলাদারপুট উত্তরাংশে ২(ক) দলীয় প্যানেলে বিশ্বজিৎ দাস, সুশান্ত কুমার প্রধান রয়েছেন। সেখানে মহিলা সংরক্ষিত আসনে নন্দিনী সাহু, রানি নায়ক ও তফশিলি জাতি উপজাতি সংরক্ষিত আসনে প্রভঞ্জন শীট প্রার্থী তালিকায় রয়েছেন। যাঁর প্রচারে রয়েছেন বাবুলাল গিরি সহ ব্লক আইএনটিটিইউসির সভাপতি অজিতেশ পাহাড়ি ও ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার শীট।

এই খবরটিও পড়ুন

একই নির্বাচনী ক্ষেত্রে অন্য প্যানেলে প্রার্থী হিসেবে রয়েছেন সুজিত প্রধান, সুকমল দাস। মহিলা সংরক্ষিত আসনে কাবলী দাস ও নন্দিনী সাহুকে প্রার্থী করা হয়েছে। প্রচারে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য কল্লোল পালরা।

অপরদিকে, ১(গ) কালামিনাপুট ও হোসেনাপুট জোনে তৃণমূলের দলীয় প্যানেলে প্রার্থী হিসেবে রয়েছেন অমিয় জানা, সুরজিৎ মাইতি, মহিলা সংরক্ষিত আসনে নন্দিনী সাহু, রানি নায়ক। তফশিলী জাতি উপজাতি সংরক্ষিত আসনে প্রভঞ্জন শীট প্রার্থী রয়েছেন। একই নির্বাচনী ক্ষেত্রে আলাদা প্যানেলে প্রার্থী হয়েছেন পবনচন্দ্র শীট, সুকুমার জানা, মহিলা সংরক্ষিত আসনে কাকলি দাস ও নন্দিনী সাহু। তবে আলাদা প্যানেলের দুটি-নির্বাচনী ক্ষেত্রেই তফশিলী জাতি ও উপজাতি সংরক্ষিত আসনে কোনও প্রার্থী নেই।

অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি-সহ তৃণমূলের একাংশের অভিযোগ, দলীয় প্যানেলের বাইরে যাঁরা আলাদা প্যানেলে প্রার্থী রয়েছেন, তাঁদের বিজেপির সঙ্গে স্পষ্ট গোপন আঁতাত রয়েছে। যদিও উত্তম বারিকের দাবি, সমবায় নির্বাচনে তাঁর নামে ভিত্তিহীন প্রচার করছে কেউ বা কারা। এই নিয়ে আবার শাসকদলকে আক্রমণ করে বিজেপির রাজ্য কমিটির সদস্য অসীম মিশ্র বলেন, সমবায় নির্বাচনে কারা বেশি চুরি করবে, তা নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে।

দলীয় প্যানেল থাকা সত্ত্বেও গোটা এলাকা জুড়ে সভাধিপতি এবং দুই পঞ্চায়েত সদস্যের নাম নিয়ে প্রচার চালানোয় বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা। সমস্ত বিষয় শীর্ষ নেতৃত্ব দেখছে বলে জানান উত্তম বারিক থেকে সুপ্রকাশ গিরিরা।

 

Next Article