নন্দীগ্রামে বড় ঘটনা, করোনার টিকা নেওয়ার পরই মৃত্যু মহিলার

Mar 21, 2021 | 12:38 PM

করোনার টিকা (Corona Vaccination) নেওয়ার পর মৃত্যু সত্তরোর্ধ্ব মহিলার। চাঞ্চল্যকর ঘটনা নন্দীগ্রামে (Nandigram)।

নন্দীগ্রামে বড় ঘটনা, করোনার টিকা নেওয়ার পরই মৃত্যু মহিলার
ফাইল ছবি

Follow Us

কলকাতা: করোনার টিকা (Corona Vaccination) নেওয়ার পর মৃত্যু সত্তরোর্ধ্ব মহিলার। চাঞ্চল্যকর ঘটনা নন্দীগ্রামে (Nandigram)।

বঙ্গ রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রাম। রবিবার সকালে সেখানেই এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, করোনার টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পরই মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গিয়েছে, গত শুক্রবার ওই মহিলা করোনার টিকা নেন। এরপর আচমকাই তাঁর বুকে ব্য়থা শুরু হয়। পরিবারের সদস্যরা তাঁকে কাঁথি হাসপাতালে ভর্তি করান। তাঁর মধ্যে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়। তারপরই মৃত্যু হয় ওই মহিলার।

স্বাস্থ্যভবনের অধিকর্তারা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আদৌ কী কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার, তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামেরই প্রার্থী। এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: সন্তান ছিল না, বোনের মেয়েকেই কাছে রাখত দম্পতি, বদ্ধ ঘরের সেই দৃশ্য সত্যি করল প্রতিবেশীদের আশঙ্কা

উল্লেখ্য, এর আগে জলপাইগুড়িতেও করোনার টিকা নেওয়ার পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মৃত্যু হয়নি ওই ব্যক্তির। রাজ্য জুড়ে করোনার টিকাকরণ প্রক্রিয়া চলছে। তার মধ্যে এই ধরনের ঘটনায় যাতে মানুষের মধ্যে ভুল বার্তা না পৌঁছয়. সে দিকে খেয়াল রাখছেন স্বাস্থ্য অধিকর্তারা।

Next Article