Digha: মিউজ়িক, লাইভ পারফর্ম্যান্স, দিঘার বিচে ফাটিয়ে মজার সুযোগ দিচ্ছে সরকার
Digha Tourism: শীতের মরশুমে পর্যটকদের জন্য বাড়তি পাওনা। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দিঘার সমুদ্র সৈকতে বসেছে সাংস্কৃতিক মেলা। শুক্রবার থেকে শুরু হয়েছে মেলা। চলবে রবিবার পর্যন্ত। রকমারি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে বাহারি স্টল। দিঘার সমুদ্রের ধারে বিশ্ব বাংলা দু'নম্বর ঘাটে বসেছে এই বিশাল আয়োজন।
দিঘা: শীতের মরশুমে দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা সৈকত নগরীর। তবে এবার পর্যটকদের জন্য বাম্পার অফার। চলতি সপ্তাহে দিঘায় ছুটি কাটাতে গেলে, রথ দেখা আর কলা বেচা দুই’ই হবে পর্যটকদের। সমুদ্র সৈকতের ধারেই বসছে সরকারি মেলা। শীতের মরশুমে পর্যটকদের জন্য বাড়তি পাওনা। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দিঘার সমুদ্র সৈকতে বসেছে সাংস্কৃতিক মেলা। শুক্রবার থেকে শুরু হয়েছে মেলা। চলবে রবিবার পর্যন্ত। রকমারি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে বাহারি স্টল। দিঘার সমুদ্রের ধারে বিশ্ব বাংলা দু’নম্বর ঘাটে বসেছে এই বিশাল আয়োজন।
রাজ্যের মন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনভির আফজল-সহ অন্যান্য বিশিষ্টজনরা গতকাল উপস্থিত ছিলেন এই সাংস্কৃতিক মেলার উদ্বোধনে। পূর্ব মেদিনীপুরের জেলা তথ্য ও সংস্কৃতির দফতরের আধিকারিক মহুয়া মল্লিক জানান, লোক শিল্পীদের প্রসার ও প্রচার করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে লোক শিল্পকে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ।
তিনব্যাপী এই সাংস্কৃতিক মেলায় থাকছে বিভিন্ন প্রদর্শনী, এক্সপো এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। জেলার লোক শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক সন্ধেয় উপস্থিত থাকবেন বিভিন্ন সঙ্গীতশিল্পীরাও।
চলতি সপ্তাহে পর্যটকদের জন্য বাড়তি উপহারের ডালি সাজিয়ে প্রস্তুত সৈকত শহর দিঘা। সকালে সমুদ্র-স্নান, তারপর সন্ধেয় আবার সমুদ্রের ধারে স্নিগ্ধ হাওয়া গায়ে মেঘে মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে রকমারি সামগ্রীর স্টলও। পর্যটকরা পছন্দের জিনিসপত্রও কেনাকাটির সুযোগ পেয়ে যাবেন সেখানে।