BJP Worker: ময়নায় বিজেপি কর্মীর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য
BJP Worker Death: সুদামপুরের ১৯৪ নম্বর বুথ এলাকায় বাড়ি সুব্রতর। তাঁর মৃত্যু ঘিরেই শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। সুব্রতকে সুপরিকল্পিতভাবে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুরে ৪ দিন ধরে নিখোঁজ এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের একটি পুকুর থেকে সুব্রত অধিকারী (৩৩) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। সুদামপুরের ১৯৪ নম্বর বুথ এলাকায় বাড়ি সুব্রতর। তাঁর মৃত্যু ঘিরেই শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। সুব্রতকে সুপরিকল্পিতভাবে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।