Nandigram Chaos: পুলিশ, RAF, বাহিনী নামিয়েও শান্ত করা যাচ্ছে না নন্দীগ্রামকে!

Nandigram Chaos: সেই সময় বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর চাউর হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

May 23, 2024 | 4:32 PM

বুধবার রাত্রিবেলা নন্দীগ্রামের সোনাচূড়ার ১ ব্লকের মনসা বাজার এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। তার থেকে হাতাহাতি। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়। এক মহিলা সহ ৬ জন আহত হন। অভিযোগ উঠছে, তৃণমূলের দলবল এক বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। সেই সময় ছেলেকে বাঁচাতে তাঁর মা অর্থাৎ রতিবালা আড়ি ঘটনাস্থলে ছুটে যান। সেই সময় বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর চাউর হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 May 2024 12:55 PM (IST)

    রইল নন্দীগ্রামের সব ভিডিয়ো

    অতর্কিতে ‘হামলা’র অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামে ‘খুন’ বিজেপি মহিলা সমর্থক। বাঁশ, লাঠি সহ ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ।

  • 23 May 2024 12:54 PM (IST)

    খণ্ড চিত্র নন্দীগ্রামের!

  • 23 May 2024 12:48 PM (IST)

    নন্দীগ্রাম জুড়ে শুধুই অশান্তি, পুলিশ-RAF-বাহিনী

    খুনের ঘটনার পর বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সেই বিক্ষোভের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে কার্যত লাঠিপেটা করতে হয় পুলিশকে। নামাতে হয় র‌্যাফ। যোগ্য সঙ্গ দেয় কেন্দ্রীয় বাহিনী।

  • 23 May 2024 12:44 PM (IST)

    জ্বলছে বাড়ি-দোকান,বিক্ষোভ-ভাঙচুরে তপ্ত পরিস্থিতি

    নন্দীগ্রাম: শনিবার ভোট। আর তার আগে কার্যত জ্বলছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। দিকে-দিকে ক্ষোভের আগুন। বিজেপি মহিলা সমর্থকের মৃত্যুতে তুমুল অশান্তি এলাকায়। আগুন জ্বালানো হয়েছে দোকান, বাড়ি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।

  • 23 May 2024 12:42 PM (IST)

    ‘খুন’ BJP-র মহিলা সমর্থক, অভিযুক্ত TMC

    নন্দীগ্রাম: ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বলে খবর। এই ঘটনায় ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বিজেপি সমর্থকের মৃত্যু। মৃত মহিলার নাম রতিবালা আড়ি। এরপরই নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। ডাক দেওয়া হয়েছে বনধের।

     

    জ্বলছে নন্দীগ্রাম

    বিস্তারিত পড়ুন: Nandigram Chaos: ভোটের আগে অশান্ত নন্দীগ্রাম, ‘খুন’ BJP-র মহিলা সমর্থক, বনধের ডাক পদ্ম শিবিরের

বুধবার রাত্রিবেলা নন্দীগ্রামের সোনাচূড়ার ১ ব্লকের মনসা বাজার এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। তার থেকে হাতাহাতি। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়। এক মহিলা সহ ৬ জন আহত হন। অভিযোগ উঠছে, তৃণমূলের দলবল এক বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। সেই সময় ছেলেকে বাঁচাতে তাঁর মা অর্থাৎ রতিবালা আড়ি ঘটনাস্থলে ছুটে যান। সেই সময় বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর চাউর হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 May 2024 12:55 PM (IST)

    রইল নন্দীগ্রামের সব ভিডিয়ো

    অতর্কিতে ‘হামলা’র অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামে ‘খুন’ বিজেপি মহিলা সমর্থক। বাঁশ, লাঠি সহ ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ।

  • 23 May 2024 12:54 PM (IST)

    খণ্ড চিত্র নন্দীগ্রামের!

  • 23 May 2024 12:48 PM (IST)

    নন্দীগ্রাম জুড়ে শুধুই অশান্তি, পুলিশ-RAF-বাহিনী

    খুনের ঘটনার পর বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সেই বিক্ষোভের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে কার্যত লাঠিপেটা করতে হয় পুলিশকে। নামাতে হয় র‌্যাফ। যোগ্য সঙ্গ দেয় কেন্দ্রীয় বাহিনী।

  • 23 May 2024 12:44 PM (IST)

    জ্বলছে বাড়ি-দোকান,বিক্ষোভ-ভাঙচুরে তপ্ত পরিস্থিতি

    নন্দীগ্রাম: শনিবার ভোট। আর তার আগে কার্যত জ্বলছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। দিকে-দিকে ক্ষোভের আগুন। বিজেপি মহিলা সমর্থকের মৃত্যুতে তুমুল অশান্তি এলাকায়। আগুন জ্বালানো হয়েছে দোকান, বাড়ি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।

  • 23 May 2024 12:42 PM (IST)

    ‘খুন’ BJP-র মহিলা সমর্থক, অভিযুক্ত TMC

    নন্দীগ্রাম: ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বলে খবর। এই ঘটনায় ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বিজেপি সমর্থকের মৃত্যু। মৃত মহিলার নাম রতিবালা আড়ি। এরপরই নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। ডাক দেওয়া হয়েছে বনধের।

     

    জ্বলছে নন্দীগ্রাম

    বিস্তারিত পড়ুন: Nandigram Chaos: ভোটের আগে অশান্ত নন্দীগ্রাম, ‘খুন’ BJP-র মহিলা সমর্থক, বনধের ডাক পদ্ম শিবিরের