নন্দীগ্রামের ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হল আরও ২ মৎস্যজীবীর দেহ
হলদি নদীতে (Hooghly River) ট্রলারডুবির ঘটনায় আরও ২ মত্স্যজীবীর মৃতদেহ উদ্ধার হল।
হুগলি: হলদি নদীতে (Hooghly River) ট্রলারডুবির ঘটনায় আরও ২ মত্স্যজীবীর মৃতদেহ উদ্ধার হল। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। এখনও একজন নিখোঁজ। সোমবার সকালে উদ্ধার হওয়া দুই মৎস্যজীবীর নাম কাশীরাম সিট ও রুপেশ খাঁড়া।
শনিবার রাতে হলদি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন মৎসজীবীর মধ্যে কাশীরাম সিট ও রুপেশ খাঁড়া নামে ২ জনের দেহ উদ্ধার হয় সোমবার সকালে। নন্দীগ্রামের কেন্দামারি সাগর ঘাট থেকে কিছুটা দূরে কাঁটাখালির কাছে নদীর জলে ভাসতে দেখে এলাকার মানুষ। নৌকোয় মাঝ নদী থেকে দু’জনের দেহ তুলে আনেন এলাকাবাসী। পরে এনডিআরএফের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া দুই মৎস্যজীবীর দেহ। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ খোকন সিট নামে অপর এক মৎস্যজীবী।
আরও পড়ুন: কোন অজ্ঞাত কারণে থমকে নিয়োগ? ভোট মিটলেও নিয়োগ জটে প্যানেলভুক্ত প্রাইমারি শিক্ষক চাকরি প্রার্থীরা
নিখোঁজ মত্স্যজীবীর সন্ধানে পুলিশের পাশাপাশি তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ও এনডিআরএফ। শনিবার রাতে নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে যায়। রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময়ই দুর্ঘটনাটি ঘটে।