
পুজোয় পালস ট্যাবলো ঘিরে উৎসাহিত স্থানীয় মানুষ। ভিড় করলেন ট্যাবলোর সামনে।

পালস ক্যান্ডির স্বাদে মজলেন সাধারণ মানুষ। কারণ, পালস ক্যান্ডি এবার নতুন স্বাদে। নাম পালস গোলমোল ইমলি। চটপটে তেঁতুলের স্বাদ। তাতেই মজলেন আট থেকে আশি।

এবছর দ্বিতীয় বর্ষে পা দিয়েছে টিভি৯ বাংলার পুজোয় পালস। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে পুজোয় পালস ট্যাবলো।

পুজোয় পালস ট্যাবলোর সামনে ভিড় করে পড়ুয়া থেকে অফিসযাত্রীরা। নতুন স্বাদের ক্যান্ডিতে মজে তারাও। উৎসুক সকলেই জানালেন, নতুন ক্যান্ডি দারুণ স্বাদের।

হলদিয়ায় পুজোয় পালস ট্যাবলো ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের সম্মান জানানো হচ্ছে।

পুজোর আর কয়েকটা দিন বাকি। তার আগেই ঢাকের তালে, পুজোয় পালসে মজেছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ।