AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia: হলদিয়া পৌরসভার দুর্নীতি তদন্তে গতি আনতে সিট গঠন, কাঠগড়ায় প্রাক্তন পুরপ্রধান

Haldia: শিল্পতালুক হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্নীতি মামলায় এবার বিদায়ী বোর্ডের ছয় কাউন্সিলরকে ডাক তদন্তকারীদের।

Haldia: হলদিয়া পৌরসভার দুর্নীতি তদন্তে গতি আনতে সিট গঠন, কাঠগড়ায় প্রাক্তন পুরপ্রধান
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 10:34 PM
Share

হলদিয়া: টেন্ডার দুর্নীতির (Corruption) অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার (Haldia) ভবানীপুর থানায় হলদিয়া পৌরসভার প্রাক্তন  পুরপ্রধান শ‍্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হলদিয়ার এক নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ‍্যায়। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং ঘাটাল পুরসভা এলাকার কাজে ভুয়ো নথি দেখিয়ে তাঁর সংস্থার নামে ৮৬ লক্ষ ২৯ হাজার টাকার ক্রেডেনসিয়াল তৈরি করা হয়েছে। এই মামলারই তদন্তে নেমে বৃহস্পতিবার ১২ সদস্যের সিট (SIT) গঠন করল পূর্ব মেদিনীপুর (Purba Midnapore) জেলা পুলিশ। বিশেষ তদন্তকারী দল বা সিটের নেতৃত্ব দেবেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে। 

১২ জনের ওই দলে রয়েছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক, তিন জন ইন্সপেক্টর এবং সাত জন সাব ইন্সপেক্টর। তদন্তকারী দলে ভবানীপুর, দুর্গাচক, মহিষাদল ও হলদিয়া মহিলা থানার ওসিরা রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে জানান “শ‍্যামল আদকের বিরুদ্ধে হওয়া মামলায় এ পযর্ন্ত দেড় হাজার ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতি হয়েছে। অস্বচ্ছতা রয়েছে।” 

তিনি আরও বলেন, “আমরা এ পযর্ন্ত ৬ জন কাউন্সিলরকে নোটিশ পাঠিয়েছি । সঠিক তথ‍্য জানার জন‍্য এমন তলব করা হয়েছে। শ‍্যামল আদক দিল্লিতে আছেন। দিল্লি পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। তাই ওনাকে ধরা মুশকিল হচ্ছে। আমাদের তদন্তকারী দল দিল্লিতেই রয়েছে।” এদিকে ঘটনা নিয়ে ইতিমধ্যেই জোরদার শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার প্রাশসনিক মহলে। এমতাবস্থায় পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে সকলে।