পূর্ব মেদিনীপুর : জেলায় নতুন করে তৈরি হল কলেজ পরিচালন কমিটি। পূর্ব মেদিনীপুরের দুটি কলেজের পরিচালন কমিটির তালিকা পাঠানো হল বিকাশ ভবন থেকে। কাঁথি প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতির সভাপতি হলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি (কাঁথি সাংগঠনিক)সুপ্রকাশ গিরি ও বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির দায়িত্ব পেলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী।
সোহম ও সুপ্রকাশের পাশাপাশি, শিক্ষা অনুরাগীদেরও এই কলেজগুলির পরিচালন সমিতিতে নিয়োগ করা হয়েছে। কাঁথি কলেজে শশাঙ্ক শেখর হাজরা, সৌমিক বিকাশ কর ও বাজকুল কলেজে আজমুল হোসেন এবং প্রণব মাইতিকে নিয়োগ করা হয়েছে।
শিক্ষার ক্ষেত্রে যাতে পরিকাঠামো গত কোনও সমস্যা না হয়, সে জন্য নতুন করে কমিটি গঠন করা হল। এর আগে কাঁথি কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী ও বাজকুল কলেজে ছিলেন ভগবানপুর বিধান সভার প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর ভেঙে দেওয়া হয় ওই পরিচালন সমিতিতে।
চলতি বছরের শুরুতেই এক সঙ্গে তিনটি কলেজের পরিচালন কমিটির পদ থেকে সরানো হয় দিব্যেন্দু আধিকারীকে। দিব্যেন্দু তৃণমূলে থাকা সত্ত্বেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ও নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এ ছাড়াও দিব্যেন্দু অধিকারীকে মহিষাদল গার্লস কলেজের পরিচালন কমিটির সভাপতি মনোনীত করেছিল রাজ্য সরকার। তবে সেই দায়িত্ব তাঁর গ্রহণ করা হয়নি। একই সঙ্গে কাঁথি প্রভাত কুমার কলেজের পরিচালন কমিটির সরকার মনোনীত সদস্য রয়েছেন দিব্যেন্দু। ওই কলেজের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। তিনি আগেই পদত্যাগ করেছিলেন।
আরও পড়ুন : Vaccine for Children: শীঘ্রই শিশুদের জন্য করোনা টিকা আনছে সেরাম ইনস্টিটিউট