Digha: উত্তরবঙ্গ থেকে দিঘা সরকারি বাস পরিষেবা, জেনে নিন কোথা থেকে কবে কবে বাস পাবেন
Digha: উত্তরবঙ্গের ছয়টি জেলা শহরের সঙ্গে পর্যটন শহর দিঘার মেলবন্ধন ঘটাতে বাস পরিষেবার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের ছয়টি জেলা শহর থেকে ছয়টি ভলভো বাস পরিষেবার উদ্বোধন করেন। বাসে করে অল্প খরচে যাতে করে যাত্রীরা সামর্থ্যের মধ্যে দিঘা থেকে উত্তরবঙ্গ যাতায়াত করতে পারেন, সেদিকে নজর দেওয়া হয়েছে।

দিঘা: পর্যটন কেন্দ্র হিসেবে ভিড় হতই। তার সঙ্গে যোগ হয়েছে জগন্নাথ মন্দির। দিঘায় ভিড় অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু জগন্নাথ মন্দির দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। উত্তরবঙ্গ থেকে দিঘায় আসার জন্য এবার সরকারি বাস পরিষেবা শুরু হল। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দিঘার মেলবন্ধন ঘটাতে চালু হল সরকারি ভলভো বাস পরিষেবা। সরকারের এই নতুন বাস পরিষেবায় খুশি যাত্রীরা।
গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। শুধু আশপাশের জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন। দেশ-বিদেশের পর্যটক ও ভক্তরা সামিল হচ্ছেন দিঘা পর্যটন কেন্দ্র ও জগন্নাথ মন্দির পরিদর্শনে। পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে বাসের পাশাপাশি ট্রেনেও যথেষ্ট ভিড় হচ্ছে। এমনকি টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে যাত্রীদের বিক্ষোভের ছবি সামনে এসেছে।
এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ছয়টি জেলা শহরের সঙ্গে পর্যটন শহর দিঘার মেলবন্ধন ঘটাতে বাস পরিষেবার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের ছয়টি জেলা শহর থেকে ছয়টি ভলভো বাস পরিষেবার উদ্বোধন করেন। বাসে করে অল্প খরচে যাতে করে যাত্রীরা সামর্থ্যের মধ্যে দিঘা থেকে উত্তরবঙ্গ যাতায়াত করতে পারেন, সেদিকে নজর দেওয়া হয়েছে।
এই বাস পরিষেবা নিয়ে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, গত ২০ মে এই বাসগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাহাড়-জঙ্গল-তীর্থক্ষেত্র থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দিঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ মন্দির-সহ একাধিক দর্শনীয় স্থান যাত্রীরা সহজেই যাতে ঘুরে দেখতে পারেন, সে কথা মাথায় রেখে এই বাতানুকূল বাস পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধায় পড়তে না হয়, তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় নিগমের পক্ষ থেকে বিভিন্ন জেলার জেলাশাসককে নিরাপত্তার বিষয়ে সবরকমের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বাসগুলিতে ভালই ভিড় হচ্ছে বলে তিনি জানান।
পার্থপ্রতিম রায় জানান, উত্তরবঙ্গের ৬টি জেলা শহর থেকে সপ্তাহে ২ দিন করে বাস দিঘার উদ্দেশে আসছে। জেনে নিন কোন কোন দিন কোথা থেকে বাস ছাড়ছে-
- সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে দিঘার উদ্দেশে বাস ছাড়ে। মঙ্গল ও শনিবার দিঘা থেকে কোচবিহারের দিকে রওনা দেয়।
- মঙ্গল ও শনিবার আলিপুরদুয়ার থেকে দিঘা রওনা দেয়। আর বুধ ও রবিবার দিঘা থেকে আলিপুরদুয়ারের দিকে রওনা দেয়।
- জলপাইগুড়ি থেকে দিঘার উদ্দেশে বুধবার ও শনিবার বাস ছাড়ে। আর বৃহস্পতিবার ও রবিবার দিঘা থেকে জলপাইগুড়ি রওনা দেয়।
- শিলিগুড়ি থেকে দিঘার উদ্দেশে বৃহস্পতিবার ও রবিবার বাস ছাড়ে। শুক্র ও সোমবার দিঘা থেকে শিলিগুড়ি রওনা দেয়।
- রায়গঞ্জ থেকে দিঘার উদ্দেশে বাস ছাড়ে সোম ও শুক্রবার। আর দিঘা থেকে রায়গঞ্জের দিকে বাস ছাড়ে মঙ্গল ও শনিবার।
- মঙ্গল ও শনিবার মালদহ থেকে দিঘার উদ্দেশে বাস ছাড়ে। আর দিঘা থেকে মালদহের উদ্দেশে বাস ছাড়ে বুধ ও রবিবার।


