Purba Medinipur : সামনেই পরীক্ষা, কিন্তু এখনও আসেনি অ্যাডমিট; ক্ষোভে স্কুলেই শিক্ষকদের তালা দিল পড়ুয়ারা
Purba Medinipur : এদিকে চলতি মাসেই রয়েছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। সে কারণে পরীক্ষার সূচি প্রকাশের পর ফের তা বদল করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ(West Bengal Madrasa Education Board)।

কাঁথি : আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের হাই-মাদ্রাসার পরীক্ষা। এদিকে এখনও হাতে অ্যাডমিট কার্ড পায়নি কাঁথির ৫৮ জন পড়ুয়া। এরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ডের (West Bengal Madrasa Education Board) ছাত্র বলে জানতে পারা যাচ্ছে। তাদের পরীক্ষায় বসা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই ঘটনার প্রতিবাদে শিক্ষকদের স্কুলের ঘরে তালা দিয়ে আটকে রাখার পাশাপাশি রাস্তায় কাঠের গুড়ি ফেলে ক্ষোভ দেখাল ছাত্র ও অভিভাবকরা। কাঁথির রহমানিয়া হাই মাদ্রাসার ঘটনা। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক আবদুর রহমান বলেন, “গত ৭ ফেব্রুয়ারি আমাদের জানানো হয়েছিল পরমহংসপুর হাই মাদ্রাসা থেকে অ্যাডমিট সংগ্রহ করার জন্যে। আমরা লোক পাঠাই। কিন্তু ওই মাদ্রাসা কতৃপক্ষ আমাদের অ্যাডমিট দিতে অস্বীকার করে। বলে বোর্ডে অ্যাডমিট ফেরত পাঠিয়ে দিয়েছে। এরপর প্রাশাসনকে জানিয়ে কোন লাভ না হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। এই পরীক্ষার্থীরা আদৌও তাদের জীবনের প্রথম পরীক্ষা দিতে পারবে কি না সে নিয়ে চিন্তায় রয়েছি। আদালতের ওপর আমাদের আস্থা আছে। বাচ্চারা সুবিচার পাবে বলে আশা রাখছি।”
এদিকে চলতি মাসেই রয়েছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। সে কারণে পরীক্ষার সূচি প্রকাশের পর ফের তা বদল করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের দিনে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের দ্বিতীয় ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, নির্বাচনের কারণে সেই পরীক্ষা সূচিতে আনা হয়েছে বদল। মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৯ মার্চ দ্বিতীয় ভাষার (ইংরেজি/বাংলা) পরীক্ষা হতে চলেছে।
